আগরতলা, ১৮ ডিসেম্বর : সর্ব ভারতীয় কংগ্রেস কমিটির নির্দেশে কেন্দ্রীয় সরকারের দুর্নীতির প্রতিবাদে বুধবার দেশের প্রতিটা রাজ্যের রাজ্যপালের নিকট কংগ্রেস দল গণডেপুটেশন প্রদান কর্মসূচি পালন করেছে। তারই পরিপ্রেক্ষিতে ত্রিপুরায়ও রাজভবন অভিযান করেছে প্রদেশ কংগ্রেস।
বুধবার সর্ব ভারতীয় কংগ্রেস কমিটির নির্দেশে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস কমিটির উদ্যোগে রাজভবন অভিযান অনুষ্ঠিত হয়। এই অভিযানটি শুরু হয় আগরতলা প্রেস ক্লাবের সামনে থেকে। তারপর রাজধানীর বিভিন্ন পথ পরিক্রমা করে সার্কিট হাউজের সামনে এক সভায় মিলিত হয়। এদিনের অভিযানে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা সহ প্রদেশ কংগ্রেসের অন্যান্য নেতৃত্বরা।
এদিন সাংবাদিকদের মুখুমুখি হয়ে আশীষ কুমার সাহা বলেন, আদানীর অর্থনৈতিক দুর্নীতি ও প্রতারণা এবং মনিপুর ইস্যু নিয়ে সংসদ উত্তাল হলেও প্রধানমন্ত্রী এই বিষয়ে নীরব। আদানির দুর্নীতি ও প্রতারণার বিষয়ের পাশাপাশি মণিপুরের অশান্ত অবস্থা নিয়ে প্রধানমন্ত্রী কোন মন্তব্য করছেন না। তাই সারা দেশের রাজ্যপালের কাছে গিয়ে মোদি- আদানির প্রতারণা ও মণিপুরে দাঙ্গা পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রীর কোন বক্তব্য না থাকার বিষয়ে জনমত গঠনের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা।