উদয়পুর, ১৮ ডিসেম্বর : সামাজিক যোগাযোগ মাধ্যমে কুৎসা প্রচার এবং ভয়ভীতি প্রদর্শন করে টাকা পয়সা হাতিয়ে নেওয়ার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করল রাধা কিশোর পুর থানার পুলিশ। ধৃত ব্যক্তির নাম দয়াল হরি দেবনাথ। বিভিন্ন অসামাজিক কার্যকলাপের সাথে ওই ব্যক্তি জড়িত বলে অভিযোগ বিভিন্ন মহলের।
গোমতী জেলার অতিরিক্ত পুলিশ সুপার সৌভিক দে জানান, মঙ্গলবার রাধা কিশোর পুর থানায় উৎপল চক্রবর্তী নামে এক ব্যক্তি অভিযোগ করেন যে দয়াল হরি দেবনাথ নামে এক ব্যাক্তি তার সম্পর্কে নানা ধরনের বাজে বাজে কথা ফেসবুকে পোস্ট করেছেন। তাতে উৎপল চক্রবর্তীর সামাজিক ভাবে মানহানি হয়েছে। শুধু তাই নয় দয়াল হরি দেবনাথ নাকি পঞ্চাশ হাজার টাকা দেওয়ার জন্য উৎপল চক্রবর্তীকে নানা ভাবে ভয়ভীতি দেখিয়ে আসছিল। বাধ্য হয়ে উৎপল চক্রবর্তী ৫০০০০ টাকা তাকে দিয়েছেন বলে অভিযোগ করেছেন।
অতিরিক্ত পুলিশ সুপার সৌভিক দে জানিয়েছেন, পুলিশ মামলা নিয়ে মঙ্গলবার রাতে রাধা কিশোর পুর থানার ওসি বাবুল দাসের নেতৃত্বে বিশাল একটি টিম আগরতলা থেকে দয়াল হরি দেবনাথকে গ্রেফতার করে উদয়পুর রাধা কিশোর পুর থানায় নিয়ে আসে। এদিকে এই খবর বুধবার সকালে খবর ছড়িয়ে পড়লে প্রচুর যুবক থানায় এসে দয়াল হরি দেবনাথের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে। রাধা কিশোর পুর থানার পুলিশ বাধ্য হয়ে সিআরপিএফ, টিএসআর ও এিপুরা পুলিশ দিয়ে আদালতে নিয়ে যায় দয়াল হরি দেবনাথকে এবং পাঁচ দিনের রিমান্ড চাওয়া হয়েছে বলে পুলিশ জানিয়েছে।