পাচারকালে আমবাসায় প্রচুর পরিমাণে বিদেশী সিগারেট বাজেয়াপ্ত, গ্রেফতার লরি চালক

আমবাসা, ১৮ ডিসেম্বর : আমবাসা পুলিশ নাকা চেকিং পয়েন্টে বাজেয়াপ্ত বিদেশী সিগারেট। বুধবার কাস্টমস বিভাগের কর্মকর্তারা আমবাসা থানার পুলিশ ও বিএসএফ এর সহযোগিতায় বার্মিজ সিগারেট বাজেয়াপ্ত করেছে। ২৭০ বান্ডিল সিগারেট আটক করতে সক্ষম হয় পুলিশ। এএস০১জেসি০৩৮৫ নম্বরের একটি ছয় চাকার কন্টেইনার গাড়ি করে অবৈধভাবে বিদেশী সিগারেটের বান্ডিলগুলি বহন করে নিয়ে যাওয়া হচ্ছিল।

কাস্টম অফিসার জানিয়েছেন কাস্টমকে ফাঁকি দিয়ে ধর্মনগর থেকে গন্ডাছড়া হয়ে বাংলাদেশে পাচার করার উদ্দেশ্যেই এই বিদেশী সিগারেটগুলি নিয়ে যাওয়া হচ্ছিল। কাস্টমস অফিসার আরও জানিয়েছেন গোপন সংবাদের ভিত্তিতে তারা আমবাসা থানা ও বিএসএফ এর সহযোগিতায় আমবাসা নাকা চেকিং পয়েন্টে গাড়িটিকে আটক করে। গাড়িতে তল্লাসি চালিয়ে প্রচুর পরিমাণে বিদেশী সিগারেট উদ্ধার করে পুলিশ।

কাস্টমস অফিসার আরও জানিয়েছেন গাড়িটি আলু পেঁয়াজ বহন করে নিয়ে যাচ্ছিল এবং আলু পেঁয়াজের নিচে সিগারেটের প্যাকেটগুলি লুকানো ছিল। এই অভিযানে পুলিশ অবৈধ সিগারেট সহ গাড়ি এবং গাড়ির চালককে গ্রেফতার করেছে। কাস্টম অফিসার জানিয়েছেন আইনগতভাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *