বাইক দুর্ঘটনায় প্রাণ হারালেন সিপিআইএম পাইখোলা অঞ্চল কমিটির সদস্য

বিলোনিয়া, ১৮ ডিসেম্বর : বাইক দুর্ঘটনায় প্রাণ হারালেন সিপিআইএম পাইখোলা অঞ্চল কমিটির সদস্য গোপাল দেবনাথ। দুর্ঘটনাটি ঘটেছে বুধবার সকাল সাতটা নাগাদ। এই সিপিআইএম নেতার মর্মান্তিক মৃত্যুতে গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিত্যদিনের অভ্যাস সকালে বাড়ি থেকে বেরিয়ে দোকানে গিয়ে চা খেতে যাওয়া। আজ আর হল না। দূর্ঘটনায় প্রাণ হারালেন বাইক চালক তথা সিপিআইএম পাইখোলা অঞ্চল কমিটির সদস্য গোপাল দেবনাথ। বাড়ি বিলোনিয়া থানাধীন চিত্তামারা এলাকায়। এই গোপাল দেবনাথ বহু বছর চিত্তামারা এলাকার ইটভাট্টাতে ম্যানেজার হিসেবে কাজ করেছেন। রাজনৈতিক পালা বদলের পর তাও ছাড়তে হল গোপালকে। জানা যায় বুধবার সকাল সাতটা নাগাদ টিআর০১এসি১৭৫০ নম্বরের মালবাহী গাড়ি দ্রুত গতিতে এসে টিআর০৮জি৪৯১৩ নম্বরের বাইকের পেছনে ধাক্কা দেয়।

এই ধাক্কার বাইক সহ চালক ছিটকে পড়েন রাস্তায়। মালবাহী গাড়ির চাকার নিচে পড়ে বাইক চালক গোপাল দেবনাথের মাথা থেঁতলে যায়। এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে চিত্তামারা পুরান বাজার এলাকায়। উপস্থিত লোকজনেরা এই দুর্ঘটনা দেখার পর খবর দেয় বিলোনিয়া দমকল বাহিনীর কর্মীদের সহ বিলোনিয়া থানাতে। খবর পেয়ে দূর্ঘটনাস্থলে ছুটে এসে নিহত গোপাল দেবনাথকে নিয়ে আসে বিলোনিয়া হাসপাতালে। বর্তমান বিলোনিয়া হাসপাতালে মর্গে রয়েছে গোপাল দেবনাথের মৃতদেহ। পাশাপাশি ঘটনাস্থলে যায় বিলোনিয়া থানার পুলিশ। দূর্ঘটনার মামলা নিয়ে তদন্ত শুরু করেছে। পুলিশ ঘাতক মালবাহী গাড়ি সহ গাড়ি চালককে আটক করে বিলোনিয়া থানাতে নিয়ে আসে।

গোপাল দেবনাথের মর্মান্তিক মৃত্যুর খবর ছড়িয়ে পড়তে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। হাসপাতালে সিপিআইএম বিধায়ক দীপঙ্কর সেনসহ বহু নেতৃত্ব এবং কর্মী সমর্থকরা পৌঁছেন। বিধায়ক দীপঙ্কর সেন বলেন গোপাল দেবনাথ ছিলেন সিপিআইএমের একনিষ্ঠ কর্মী, লড়াকু সংগ্রামী যোদ্ধা, পার্টির দুর্দিনেও প্রতিদিন সকাল থেকে রাত্রি পর্যন্ত মানুষের পাশে থেকে কাজ করে গেছেন। গোপাল দেবনাথের মৃত্যুতে সিপিআইএম বিলোনিয়া মহাকুমা কমিটি গভীর শোক ও পরিবার পরিজনদের প্রতি সমবেদনা জ্ঞাপন করছে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *