আগরতলা, ১৭ ডিসেম্বর : ১৯৭১ সালের ঐতিহাসিক বিষয়গুলি মুছে ফেলার চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করল প্রদেশ যুব কংগ্রেস।প্রতিবাদ আন্দোলন সংগঠিত করল যুব কংগ্রেস।
প্রদেশ যুব কংগ্রেস সভাপতি নীল কমল সাহা বলেন, ১৯৭১ সালে ভারতের সেনাবাহিনীর দ্বারা বাংলাদেশ স্বাধীনতার সাধ নেয়। তৎকালীন সময়ে ভারতীয় আর্মি সহ অন্যান্য সেনারা বাংলাদেশ গিয়ে পাকিস্তানের সাথে যুদ্ধ করেছিল। তারপর থেকে বাংলাদেশের১৬ ডিসেম্বর বাংলাদেশ বিজয় দিবস হিসেবে পালন করে। ভারতীয় সেনাবাহিনীর হেডকোয়ার্টারে ছবিতে রয়েছে পাকিস্তানের জেনারেল থেকে যুদ্ধ জয়ের স্বাক্ষর গ্রহণ করছে ভারতীয় সেনার জেনারেল। যুগ যুগ ধরে সেই ছবি ছিল সেনাবাহিনীর হেডকোয়ার্টারের দেওয়ালে। সোমবার বিজয় দিবসে আর্মি হেডকোয়ার্টার থেকে সেই ছবি সরিয়ে ইতিহাস মুছে ফেলার চেষ্টা করছে ভারতীয় জনতা পার্টি বলে অভিযোগ প্রদেশ যুব কংগ্রেসের।
প্রদেশ যুব কংগ্রেস সভাপতি নীলকমল সাহা আরও জানান এ ধরনের নেক্কারজনক কাজের অত্যন্ত নিন্দা জানানো হচ্ছে। দাবি জানানো হচ্ছে, আবার যাতে সেই ইতিহাসের ছবি সেনাবাহিনীর হেডকোয়ার্টারে পুনরায় স্থাপন করা হয়।