ধলাই জেলার ডম্বুরনগর ব্লকে সরকারি টাকা নয়ছয়ের গুরুতর অভিযোগ

গন্ডাছড়া, ১৭ ডিসেম্বর : ধলাই জেলার ডম্বুরনগর ব্লকে সরকারি টাকা নয়ছয়ের গুরুতর অভিযোগ। ১৯ এডিসি ভিলেজের বহু পরিবারের জন্য বরাদ্দ হয়েছিল ওই টাকা।

জানা গিয়েছে, ২০২৩-২৪অর্থ বছরে ধলাই জেলার গন্ডাছড়া মহকুমার অন্তর্গত ডুম্বুরনগর ব্লক থেকে উনিশটি এডিসি ভিলেজের বিপিএল পরিবারগুলির জন্য প্রতি পরিবারে ৪৫০০টাকা করে একটি বরাদ্দ আসে। ওই টাকা দিয়ে যেসমস্ত পরিবারে টয়লেট রয়েছে ওই সমস্ত পরিবারের পুরাতন টয়লেটের পাশে একটি করে রিট্রোফিটিং -এর মাধ্যমে ছোট আকারের টেংকি নির্মাণ করার জন্য এই বরাদ্দ। বিশেষ সূত্রে জানা গিয়েছে ডুম্বুরনগর ব্লকের ১৯টি এডিসি ভিলেজের জন্য মোট এক হাজার পাঁচশ জন বেনিফিসিয়ারী নির্বাচিত হন।

ডুম্বুরনগর ব্লকের ১৯টি এডিসি ভিলেজের ১৫০০জন বেনিফিসিয়ারির জন্য বরাদ্দকৃত প্রতি বাড়িতেই রিট্রোফিটিং-এর কাজ খাতায়পত্রে সম্পন্ন হলেও বাস্তবে তা হয়নি বলে অভিযোগ। ঘটনার সত্যতা জানাতে গিয়ে বিডিও জানান, রিট্রোফিটিং নিয়ে বহু সমস্যা রয়েছে। রিট্রোফিটিং -এর কাজ সম্পূর্ণই ব্লকের কাজ। তিনি আরো জানান ডুম্বুরনগর ব্লকের ১৯টি এডিসি ভিলেজের ভিলেজ সচিবদের ইমপ্লিমেন্টিং আফিসার করে কাজ সম্পন্ন করার প্রক্রিয়া চলছে।

জানা গিয়েছে, ১৯টি এডিসি ভিলেজের জন্য এক হাজার পাঁচশ জন বেনিফিসিয়ারীর মধ্যে এখন পর্যন্ত ছয়শ পঞ্চাশ জন বেনিফিসিয়ারীর বাড়িতে রিট্রোফিটিং -এর কাজ সম্পন্ন হয়েছে। কিন্তু খাতায় পত্রে এক হাজার পাঁচশ জন বেনিফিসিয়ারির কাজই সম্পন্ন হয়েছে বলে দেখিয়ে প্রচুর টাকা পকেটস্ত করা হয়েছে বলে অভিযোগ।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *