ফটিকরায় বিধানসভা এলাকায় কৃষকদের স্বার্থে একাধিক প্রকল্পের উদ্বোধন করলেন কৃষি মন্ত্রী

কুমারঘাট, ১৭ ডিসেম্বর : মঙ্গলবার ঊনকোটি জেলার ফটিকরায় বিধানসভায় একাধিক সরকারী সুবিধা পেলেন এলাকার কৃষকরা। ঊনকোটি জেলার কৃষি বিজ্ঞান কেন্দ্রের উদ্যোগে এদিন কাঞ্চনবাড়ী, রাধানগর এবং ফটিকরায়ে হয় অনুষ্ঠান। উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রী রতন লাল নাথ, মৎস দপ্তরের মন্ত্রী তথা ফটিকরায়ের বিধায়ক সুধাংশু দাস, কৃষি দপ্তরের সচিব শরদিন্দু দাস, রাজ্যের ফার্মার্স ক্লাবের সভাপতি প্রদীপ বরণ রায়, স্থানীয় পঞ্চায়েত প্রধান সহ অন্যান্যরা।

অনুষ্ঠানে কাঞ্চনবাড়ী বাজারে দুই কোটি আঠাশ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত মার্কেট স্টলের ফলক উন্মোচন এবং ফিতে কেটে স্টলের উদ্বোধন করেন কৃষি মন্ত্রী রতন লাল নাথ। পরে স্টল ঘুরে দেখেন অতিথিরা। আলোচনা রাখতে গিয়ে পূর্বতন সরকারকে বিঁধলেন কৃষি মন্ত্রী। তিনি বলেন বিগত সরকার রাজ্যে এই মার্কেট স্টল নির্মানের জন্য খরচ করেছে ২০ কোটি ২৬ লক্ষ টাকা। আর বর্তমান সরকার ১৬৭ কোটি টাকারও বেশি অর্থ ব্যয় করেছে এখনো পর্যন্ত। তিনি বলেন সরকার যেহেতু কৃষকদের পাশে দাঁড়িয়েছে সেহেতু কৃষকরা জমি খালি না রেখে তাতে সারা বছর ফসল উৎপাদন করলে রাজ্যে উৎপাদন বাড়বে ফসলের।

উদ্বোধনী মঞ্চে সুবিধাভোগীদের হাতে স্টলের চাবি এবং এলাকার দুজন সুবিধাভোগীর হাতে ঘাস কাটার মেশিন এবং স্প্রে মেশিন তুলে দেন কৃষি মন্ত্রী। একই সঙ্গে এদিন রাধানগর বাজারেও ৮৬ লক্ষ ৭৬ হাজার টাকা ব্যয়ে নির্মিত গ্রামীণ বাজার শেডের উদ্বোধন করেন মন্ত্রী সহ অতিথিরা।
এই বাজার শেডগুলো চালু হওয়ায় নিজেদের উৎপাদিত কৃষি সামগ্রী বাজারজাত করার ক্ষেত্রে বিশেষ সুবিধা পাবেন কৃষকরা।

স্টল উদ্বোধন শেষে এদিন ফটিকরায়ের নজরুল কলাকেন্দ্রে ঊনকোটি জেলার কৃষি বিজ্ঞান কেন্দ্র আয়োজিত কৃষি স্বর্ণ সমৃদ্ধি সপ্তাহ এবং কৃষি সামগ্রী বিতরণ অনুষ্ঠানে যোগ দেন কৃষি মন্ত্রী সহ অন্যান্য অতিথিরা। সেখানে ৭০০ জন কৃষকের হাতে আলুর বীজ, কমলার চারা এবং ৩০০ জনকে কৃষি যন্ত্রপাতি ও ৬২ জনের হাতে স্প্রে মেশিন তুলে দেওয়া হয় দপ্তরের তরফ থেকে।

এখানে অনুষ্ঠানে আলোচনা রাখতে গিয়ে কৃষিমন্ত্রী জানান, রাজ্যের ২৪ শতাংশ জমিতে ধান চাষ করেন কৃষকরা। আর এই উৎপাদন বাড়াতে হবে এজন্য আধুনিক পদ্ধতিতে বিজ্ঞান ভিত্তিক চাষাবাদের উপর গুরুত্বারোপ করেন কৃষিমন্ত্রী। তিনি এও জানিয়েছেন ভালো চাষের জন্য প্রয়োজন উন্নতমানের বীজ। কৃষকদের ভলো বীজ পাওয়ার ক্ষেত্রে কৃষি বিজ্ঞান কেন্দ্রকে তৎপর হওয়ার পরামর্শ দেন কৃষি মন্ত্রী রতন লাল নাথ।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *