সাব্রুম থেকে আগরতলাগামী ট্রেনে কাটা পড়ে মৃত্যু ৯৫ বছরের বৃদ্ধার

বিশালগড়, ১৭ ডিসেম্বর : সাব্রুম থেকে আগরতলা গামী ট্রেনের নিচে কাটা পড়ে মৃত্যু হল ৯৫ বছরের বৃদ্ধার। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার বিশ্রামগঞ্জ থানার অন্তর্গত দক্ষিণ চড়িলাম কড়ইমুড়া পোদ্দার পাড়া এলাকার রেল লাইনের ১৯৮ নম্বর পিলারের কাছে। মৃতার নাম ভালোবাসা পোদ্দার।

পোদ্দার পাড়া এলাকার যুবক সমীর পোদ্দার জানিয়েছেন, এই এলাকার ৯৫ বছরের বৃদ্ধা ভালোবাসা পোদ্দার সব সময় মাটিতে ভর দিয়ে দিয়ে রেল রাস্তা অতিক্রম করেন। বয়সের ভারে সোজা হয়ে হাঁটাচলা করতে পারেন না। দুই হাতে এবং দু পায়ে মাটিতে ভর দিয়ে দিয়ে চলাফেরা করেন। মঙ্গলবার রেল রাস্তা অতিক্রম করে বাড়িতে প্রবেশ করার সময় ট্রেনে কাটা পড়ে দ্বি খন্ডিত হয়ে যায় ভালবাসা পোদ্দরের দেহ। রক্ত মাংস হাত পা মস্তক ছিন্নভিন্ন হয়ে পড়ে থাকে রেল লাইনে।

খবর পেয়ে সঙ্গে সঙ্গে ছুটে আসে বিশ্রামগঞ্জ থানার পুলিশ এবং বিশ্রামগঞ্জ দমকল বাহিনী। বিশ্রামগঞ্জ থানার পুলিশ ডোম এনে ভালোবাসা পোদ্দারের ক্ষতবিক্ষত মৃতদেহের অংশগুলিএকত্রিত করে নিয়ে আসে বিশ্রামগঞ্জ প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। ময়নাতদন্তের পর তুলে দেওয়া হবে তার ক্ষতবিক্ষত মৃতদেহ পরিবারের লোকজনদের হাতে। ভালোবাসা পোদ্দারের মৃত্যুতে নেমে আসে গোটা এলাকায় শোকের ছায়া।

এই স্থানে এখন পর্যন্ত পাঁচজনে মৃত্যু হয়েছে ট্রেনে কাটা পড়ে। এই ১৯৮ নম্বর পিলারের কাছে রেল লাইনের জায়গাটিকে অভিশপ্ত জায়গা হিসেবে চিহ্নিত করেছে গ্রামের মানুষ। না হলে কেন এমন হবে। ঠিক একই স্থানে কয়েক মাস পর পর একই ভাবে ট্রেনে কাটা পড়ে মৃত্যু হচ্ছে মানুষের। এলাকাবাসী দাবি তুলেছেন এই স্থানে রেল রাস্তা অতিক্রম করার জন্য গ্রামবাসীদের স্বার্থে একটি রেলওয়ে ক্রসিং দেওয়া দরকার।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *