তেলিয়ামুড়া, ১৫ ডিসেম্বর : খোয়াই জেলার কৃষ্ণপুর এলাকার বিভিন্ন অঞ্চলে ফের বুনো হাতির আক্রমণ। শনিবার শেষ রাতে উত্তর কৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েত এলাকাতে বুনো হাতি তাণ্ডব চালিয়েছে। একাধিক কৃষকের সব্জি ক্ষেতগুলি প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।
এছাড়াও একাধিক বাড়িতে হাতি রাতের আঁধারে আক্রমণ সংঘটিত করে প্রচুর পরিমাণে ধাননষ্ট করার পাশাপাশি অন্যান্য বিভিন্ন সামগ্রীও ক্ষতি করেছে।
স্থানীয়রা বললে, ১৫ বছর যাবত এই হাতির সমস্যা। প্রশাসন থেকে একাধিকবার এই সমস্যার সমাধানের জন্য প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। কিন্তু বাস্তবিক অর্থে কাজের কাজ কিছুই হচ্ছে না। একই এলাকার জনৈক মিন্টু ভৌমিকের দু-দুটি গবাদি পশু প্রায় বছরখানেক আগে হাতির আক্রমণে মারা যায়। এলাকার বিধায়ক তথা রাজ্যের জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মার উপস্থিতিতে বন দপ্তরের কর্তারা ক্ষতিপূরণ দেওয়ার ব্যাপারে ঘোষণা করেছিলেন। ক্ষতিগ্রস্ত মিন্টু বাবুর দাবি ক্ষতিপূরণ এখনো পাননি।
প্রতিনিয়ত কৃষ্ণপুর, উত্তর কৃষ্ণপুর সহ তেলিয়ামুড়া মহকুমার বিভিন্ন এলাকায় হাতির আক্রমণ বেড়েই চলেছে। তার পরিপ্রেক্ষিতে শুধু প্রতিশ্রুতি দিলে হবে না, অনতিবিলম্বে প্রশাসনকে কার্যকরী এবং বলিষ্ঠ পদক্ষেপ গ্রহণ করতে হবে, এমনটাই দাবি এলাকার সকল অংশের জনগণের।