আগরতলা, ১৩ ডিসেম্বর : নেশা বিরোধী অভিযানে ত্রিপুরা পুলিশ প্রশাসনের সফলতা বজায় থাকলেও কিছু ক্ষেত্রে নেশা কারবারের মাস্টার মাইন্ডদের গ্রেফতার করতে পারছে না। তা সত্ত্বেও অব্যাহত রয়েছে ত্রিপুরা পুলিশের নেশা বিরোধী অভিযান। শুক্রবার নেশা সামগ্রী কেনাবেচা করতে গিয়ে আগরতলা শহরের বটতলা এলাকায় পুলিশের হাতে আটক দুই মহিলাসহ ছয় নেশা কারবারি।
ধৃতরা হলেন, রামু দাস, অবিনাশ দেবনাথ, সঞ্জু দেবনাথ, অনিমেষ দাস, তনুজা ঘোষ (কাল্পনিক নাম)এবং রিঙ্কি দাস (কাল্পনিক নাম)। সদরের এসডিপিও জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে পশ্চিম আগরতলা থানার পুলিশ জানতে পারে যে বটতলা এলাকায় বিপুল পরিমাণ নেশা সামগ্রী বেচাকেনা হবে। সেই খবরের ভিত্তিতে পুলিশ অভিযান চালায় এবং চার নেশা কারবারিকে আটক করে। পরে তাদের জিজ্ঞাসাবাদ করে দুই মহিলা নেশাকারবারিকে আটক করা হয়। তাদের কাছ থেকে প্রায় দেড় লক্ষ টাকার নেশা সামগ্রী উদ্ধার করেছে পুলিশ। তাদের পুলিশ রিমান্ড চেয়ে আদালতে সোপর্দ করা হয়েছে বলেও জানিয়েছেন এসডিপিও।