কৈলাসহর, ৪ ডিসেম্বর : গাছ কাটতে গিয়ে এক ব্যক্তির মৃত্যু। মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটেছে ঊনকোটি জেলার কৈলাসহরের পূর্ব ইয়াজিখাওড়া গ্রাম পঞ্চায়েত এলাকায়। এই ঘটনায় সংশ্লিষ্ট এলাকায় শোকের ছায়া নেমেছে।
প্রতক্ষ্যদর্শী গ্রামবাসীরা জানান যে, কৈলাসহরের শ্রীনাথপুর গ্রাম পঞ্চায়েতের দুই নং ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা আটচল্লিশ বছরের নানু মিঞা পেশায় দিনমজুর। প্রতিদিনের মতো আজও নানু মিঞা কাজ করতে পূর্ব ইয়াজিখাওড়া গ্রাম পঞ্চায়েতের চার নং ওয়ার্ড এলাকার জঙ্গলে একটি বড় গর্জন গাছ কাটতে যায়। গাছটি প্রায় দেড়শ ফুট লম্বা ছিল। নানু মিঞা কিছুটা অসতর্ক থাকায় কাটার পর গাছটি নানু মিঞার উপর পড়ে। তাতে নানু মিঞার মাথা থেতলে যায় এবং মাথা থেকে প্রচুর রক্ত বের হতে শুরু করে এবং সংজ্ঞাহীন হয়ে যান নানু মিঞা। সাথে সাথেই গ্রামবাসীরা অগ্নি নির্বাপক দপ্তরে এবং স্থানীয় ইরানি থানায় খবর দেয়। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছে ইরানি থানার পুলিশ এবং অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা। ঘটনাস্থল থেকে নানু মিঞাকে উদ্ধার করে ঊনকোটি জেলা হাসপাতালে নিয়ে যায় অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা। জেলা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক নানু মিঞাকে মৃত বলে ঘোষণা করতেই পরিবারের লোকেরা কান্নায় ভেঙ্গে পড়ে।
গ্রামবাসীরা আরও জানায় যে, মৃত নানু মিঞা খুব ভালো মানুষ হিসেবে এলাকার সবার কাছে পরিচিত ছিলেন। নানু মিঞাই ছিলেন পরিবারের একমাত্র উপার্জনকারী। মৃত নানু মিঞার পরিবারে স্ত্রী সহ এক ছেলে এবং এক মেয়ে আছে। নানু মিঞার মৃত্যুর খবরে গোটা শ্রীনাথপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। গ্রামবাসীরা মৃত নানু মিঞার পরিবারের সদস্যদের সাহায্যের জন্য রাজ্য সরকার সহ স্থানীয় পঞ্চায়েতের কাছে দাবি করেছেন।