শহীদ সেনা জওয়ান চিত্তরঞ্জন দেববর্মার বাড়িতে গেলেন জনজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ দেববর্মা

তেলিয়ামুড়া, ২৯ নভেম্বর : ভারত মাতাকে রক্ষা করার জন্য সীমান্তবর্তী এলাকায় রাত দিন ২৪ ঘন্টা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন জওয়ানরা। দেশ রক্ষার্থে শত্রুদের হাতে জীবন উৎসর্গ করতে বিন্দুমাত্র চিন্তা ভাবনা করেন না জওয়ানেরা। আর এই চিন্তা ভাবনায় ২০১৬ সালে আজকের দিনে জম্বু-কাশ্মীর সীমান্তে উগ্রবাদীদের হাতে শহীদ হয়েছিলেন চিত্তরঞ্জন দেববর্মা। শুক্রবার রাজ্যের উপজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা বীর শহীদ চিত্তরঞ্জন দেববর্মার বাড়িতে যান শ্রদ্ধাঞ্জলি জানানোর জন্য।

খোয়াই জেলার রামচন্দ্র ঘাট বিধানসভা কেন্দ্রের পদ্মবিল ব্লকের অধীন ডাইরিং পাড়াতে বীর শহীদ চিত্তরঞ্জন দেববর্মার বাড়ি। আজ থেকে আট বছর পূর্বে সেনাবাহিনীতে কর্মরত ছিলেন বীর শহীদ চিত্তরঞ্জন দেববর্মা। জম্বু কাশ্মীরে দেশ রক্ষার্থে আজকের দিনে উগ্রবাদীদের হাতে শহীদ হয়েছিলেন চিত্তরঞ্জন দেববর্মা। বীর শহীদ চিত্তরঞ্জন দেববর্মার শহীদান দিবসে তাঁর বাড়িতে গিয়ে সমাধিস্থলে শ্রদ্ধাঞ্জলি এবং পরিবারের সুখ দুঃখ নিয়ে কথা বলেন মন্ত্রী বিকাশ দেববর্মা।

মন্ত্রী বিকাশ দেববর্মা বলেন, বিগত সরকার ওই পরিবারটির জন্য কোন কিছুই করেনি। রাজ্যে বিজেপি সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর বীর শহীদের পরিবারের জন্য সরকারিভাবে সাহায্য করা হচ্ছে। আগামী দিন সরকার বীর শহীদ চিত্তরঞ্জন দেববর্মার পরিবারের জন্য কাজ করে যাবে। ২০১৬ সালে শহীদ চিত্তরঞ্জন দেববর্মার বাড়িতে গিয়েছিলেন তৎকালীন মুখ্যমন্ত্রী মানিক সরকার। তিনি সেই সময় শহীদ চিত্তরঞ্জন দেববর্মার পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছিলেন এবং পরিবারের জন্য সরকারিভাবে যা যা করনীয় সব ধরনের পদক্ষেপ গ্রহণ করা হবে বলে ঐদিন বলেছিলেন। কিন্তু বিগত সরকারের প্রশাসনিক ব্যবস্থায় ওই পরিবারটি সরকারিভাবে তেমন কোন সহযোগিতা পায়নি। ২০১৮ সালে বিজেপি সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর বীর শহীদ চিত্তরঞ্জন দেববর্মার পরিবারের জন্য সহযোগিতা করে যাচ্ছে। এলাকাবাসীদের পক্ষ থেকে দাবি উঠেছে শহীদ চিত্ররঞ্জন দেববর্মার নামে করা হোক রাস্তাটি। যাতে শহীদ চিত্তরঞ্জন দেববর্মাকে স্মরণীয় করে রাখা যায়।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *