উদয়পুর, ২৯ নভেম্বর : এক নাবালকের বদঅভ্যেসের কারণে অতিষ্ঠ হয়ে উঠেছেন গোমতী জেলার কাঁকড়াবন এলাকার জনগণ। অবশেষে পুলিশ ওই নাবালককে আটক করেছে। এলাকার লোকজন চাইছেন ওই নাবালককে যাতে কোন হোমে রেখে সংশোধনের ব্যবস্থা করে প্রশাসন।
দীর্ঘদিন ধরে উদয়পুর কাঁকড়াবন কলেজটিলা এলাকার রসু দেবনাথের নাবালক ছেলে বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত থাকার ফলে পুলিশ তাকে শুধরানোর জন্য চেষ্টা করেও সফল হতে পারছিল না। একটা সময় অপরাধের সঙ্গে যুক্ত থাকার জন্য বহিঃরাজ্যে কোন এক হোমে থাকতে হয়েছে। ইতিমধ্যে সে উদয়পুরে আসে। বৃহস্পতিবার রমেশ চৌমুহনী এলাকায় একটি দোকান থেকে কিছু টাকা চুরি করেছে এই অভিযোগের ভিত্তিতে পুলিশ তাকে আবার শুক্রবার থানায় নিয়ে এসেছে। এই নাবালক ছেলেটির যন্ত্রণায় স্থানীয় মানুষ আতঙ্কিত। মানুষ চাইছে তাকে কোনো হোমে পাঠিয়ে দিয়ে সুস্থ স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার জন্য।