আমবাসা, ২৯ নভেম্বর : মারণব্যধী এইচআইভি / এইডস রোগের বিরুদ্ধে জনগণের মধ্যে সচেতনতা গড়ে তোলার লক্ষ্যে কেন্দ্রীয় সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক দেশে রেড রান ম্যারাথন নামে এক সচেতনতামূলক কর্মসূচি হাতে নিয়েছে। এই সচেতনতামূলক কর্মসূচির অঙ্গ হিসেবে শুক্রবার ধলাই জেলার আমবাসায় অনুষ্ঠিত হল পাঁচ কিলোমিটার ম্যারাথন দৌড় প্রতিযোগিতা।
প্রতিযোগিতায় ধলাই জেলার বিভিন্ন মহাবিদ্যালয়গুলি থেকে ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেন। পুরুষ ও মহিলা উভয় বিভাগে পাঁচ কিলোমিটার ম্যারাথন দৌড়ে প্রায তিন শতাধিক প্রতিযোগী অংশগ্রহণ করে। সবুজ পতাকা নেড়ে প্রতিযোগিতার সূচনা করেন ধলাই জেলার অতিরিক্ত জেলাশাসক ও সমাহর্তা সুভাষ আচার্য। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক চিকিৎসক অ্যাপোলো কলই, ধলাই জেলার যুব ও ক্রীড়া দপ্তরের আদিকারিক দিবাকর দেবনাথ, এইডস কন্ট্রোল সোসাইটির আধিকারিক সহ অন্যান্যরা।
বক্তব্য রাখতে গিয়ে এইডস কন্ট্রোল সোসাইটির আধিকারিক বলেন, জনগণের মধ্যে এইচআইভি/এইডস সম্পর্কে সচেতনতা গড়ার লক্ষ্যে রেড রান ম্যারাথন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এই ম্যারাথনোর মাধ্যমে এইডসকে নির্মূল করার বার্তা দেওয়া হচ্ছে। প্রতিযোগিতার শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন উপস্থিত অতিথিরা।
পুরুষ এবং মহিলা উভয় বিভাগে প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীদের পাঁচ হাজার, তিন হাজার এবং দুই হাজার টাকা পুরস্কার হিসেবে প্রদান করা হয়। এছাড়াও উভয় বিভাগে প্রথম দ্বিতীয় এবং তৃতীয় স্থানাধিকারীদের পর প্রথম ১২ জন প্রতিযোগীকে সান্তনা পুরস্কার প্রদান করা হয়।