পুষ্পবন্ত প্রাসাদে হোটেল, সরকারি সম্পত্তি নিয়ে যেকোন সিদ্ধান্ত গ্রহণ করতে পারে সরকার : পর্যটন মন্ত্রী

আগরতলা, ২৯ নভেম্বর : পুষ্পবন্ত প্রাসাদে হোটেল নির্মাণের বিষয়ে এখনো কোন সিদ্ধান্ত হয়নি। বিষয়টি আলোচনার পর্যায়ে রয়েছে। শুক্রবার মহাকরণে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে এই কথা জানান পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী।

পুষ্পবন্ত প্রাসাদ অর্থাৎ সার্কিট হাউজ সংলগ্ন পুরাতন রাজভবন নিয়ে বর্তমানে বিভিন্ন মহলে আলোচনা চলছে। পুরাতন রাজভবনে হোটেল নির্মাণ করা হবে বলে বিভিন্ন মহলে খবর। আর এই খবরের উপর ভিত্তি করে কয়েকটি রাজনৈতিক দল সুর চরাতে শুরু করেছে। কিন্তু সংশ্লিষ্ট বিষয়টি নিয়ে এখনো কোন সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি। পুরাতন রাজভবনে হোটেল নির্মাণের বিষয়টি এখনো আলোচনার পর্যায়েই রয়েছে। শুক্রবার মহাকরণে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এই কথা জানিয়েছেন রাজ্যের পর্যটনমন্ত্রী সুশান্ত চৌধুরী।

তিনি জানান, পুরাতন রাজভবনটি বর্তমানে সরকারের সম্পত্তি। সরকারি সম্পত্তি নিয়ে সরকার যে কোন সিদ্ধান্ত গ্রহণ করতে পারে। কারণ এমন কোন যুক্তি নেই যে এখানে রাজ্য সরকার বা অন্য কাউকে দিয়ে কোন প্রজেক্ট করানো যাবে না। পর্যটন মন্ত্রী আরো জানান, রাজ্যের সার্বিক উন্নয়নের স্বার্থে সকলের এগিয়ে আসা উচিত বলে মনে করেন তিনি।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *