আমবাসা, ২৯ নভেম্বর : ব্রু শরণার্থীরা তাদের দাবি দাওয়া নিয়ে আসাম – আগরতলা জাতীয় সড়ক অবরোধ করলেন। শুক্রবার সকাল থেকে ব্রু শরণার্থী ক্যাম্পের সদস্যরা জাতীয় সড়ক অবরোধে সামিল হন। তেরটি ব্রু শরণার্থী ক্যাম্পের সদস্যরা আমবাসা হাদুকলকপাড়ার আসাম আগরতলা জাতীয় সড়ক অবরোধে বসেন।
মূলত তারা দুই দফা দাবি নিয়ে এই অবরোধে সামিল হন। তেরটি ব্রু শরণার্থী ক্যাম্পের জন্য নতুন করে ভিলেজ কমিটি তৈরি করা এবং কৃষি জমি বরাদ্দ করা। এই দুই দফা দাবি নিয়ে জাতীয় সড়ক অবরোধে শামিল হয় তেরটি ব্রু শরণার্থী ক্যাম্পের সদস্যরা।
একজন অবরোধকারী বলেন দুই দফা দাবি নিয়ে তাদের এই আন্দোলন। কৃষি জমি বরাদ্দ ও তেরটি শরণার্থী ক্যাম্পে ভিলেজ কমিটি তৈরি করা। তাদের দাবি না মানা পর্যন্ত এই অবরোধ চলবে। অবরোধ চলাকালীন পাঁচজনের এক প্রতিনিধি দল আমবাসা মহকুমা শাসকের অফিসে এসে মহকুমা শাসকের সাথে মিলিত হয় এবং দাবি সনদ তুলে দেন।