আগরতলা, ২৯ নভেম্বর : প্রাণীসম্পদ বিকাশ দপ্তরের সক্রিয় উদযোগে রাজ্যের জিডিপির হার আরো বৃদ্ধি পাবে বলে আশা প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা। শুক্রবার আগরতলায় প্রজ্ঞা ভবনে মুখ্যমন্ত্রী প্রাণী পালক সম্মান নিধি যোজনার দ্বিতীয় পর্যায়ের আর্থিক সহযোগিতার সূচনা অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী এই আশা প্রকাশ করেন। অনুষ্ঠানে প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস রাজ্যে ডিম ও দুধ উৎপাদনে ইচ্ছুক প্রাণী চাষীদের এগিয়ে আসার আহ্বান জানান।
কৃষকদের মত রাজ্যের প্রাণী কৃষকদের পশু পালনে উৎসাহিত করার লক্ষ্যে ২০২৩-২৪ অর্থবছর থেকে মুখ্যমন্ত্রী প্রাণী পালক সম্মান নিধি যোজনার সূচনা করা হয়। এই পরিকল্পনায় প্রাণী সম্পদ বিকাশ দপ্তর প্রাণী পালকদের বছরে ৬০০০ টাকা করে আর্থিক সাহায্য প্রদান করে।এই প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের আর্থিক সাহায্য প্রদান অনুষ্ঠানের সূচনা হল শুক্রবার। এই উপলক্ষে প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের উদ্যোগে প্রজ্ঞা ভবনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাণিসম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার, দপ্তরের সচিব দীপা ডি নায়ার সহ অন্যান্যরা।
অনুষ্ঠানে উদ্বোধনী ভাষণে মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যে ডিম দুধ ও মাংসের উৎপাদনে স্বয়ম্বর হওয়ার লক্ষ্যে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছে প্রাণী সম্পদ বিকাশ দপ্তর। এই সমস্ত ব্যবস্থা গ্রহণের ফলে রাজ্যের প্রাণী পালকরা উৎসাহিত হবেন এবং এতে করে রাজ্যের জিডিপি আরো অনেক বৃদ্ধি পাবে বলে আশা প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী আরও বলেন, দেশে প্রাণী সম্পদ বিকাশের লক্ষ্যে কাজ করে চলছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রীর এই দিশাকে সামনে রেখে রাজ্য সরকার কাজ করে চলছে।