আগরতলা, ২৫ নভেম্বর : এমবিবি ক্রিকেট স্টেডিয়ামে ফ্লাড লাইট স্থাপনে ২০১৭ সালে একটি সিদ্ধান্ত গ্রহণ করে ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশন। এই ফ্লাড লাইট স্থাপনের কাজের বরাত পায় আর কে এস পি নামক একটি সংস্থা। কিন্তু এই ফ্লাড লাইট স্থাপনের ক্ষেত্রে ব্যাপক দুর্নীতির অভিযোগ ওঠে। এর ভিত্তিতে উচ্চ আদালতে একটি মামলাও হয়।
মামলার রায় মূলে একটি স্পেশাল ইনভেস্টিগেশন টিম বা সিট গঠন করে রাজ্য পুলিশ। সিটের দল বিষয়টি নিয়ে তদন্ত করে একটি এফ আই আর দাখিল করে। কিন্তু এফআইআর মূলে জড়িত অভিযুক্তদের এখনো গ্রেফতার করা হচ্ছে না। অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার করার দাবিতে সোমবার ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশনের সদস্যরা রাজ্য পুলিশের মহা নির্দেশকের নিকট ডেপুটেশন প্রদান করেন।
এই ডেপুটেশন প্রদানে উপস্থিত ছিলেন টিসিএ’র সচিব সুব্রত দে, সভাপতি তপন কুমার লোধ সহ অন্যান্যরা। এদিন ডেপুটেশন প্রদান করার পর টিসিএ সচিব সুব্রত দে জানান, এমবিবি স্টেডিয়াম এর ফ্লাড লাইট দুর্নীতি কান্ডে সিট যে এফআইআর করেছিল সেই এফআইআর মূলে জড়িত অভিযুক্তদের গ্রেফতারের জন্য রাজ্য পুলিশের মহানির্দেশকের নিকট দাবি জানানো হয়েছে।