মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ৪ লক্ষ টাকা দেওয়া হল শহীদ সেনা জওয়ান শুভঙ্কর ভৌমিকের পরিবারকে

আগরতলা, ২০ নভেম্বর : মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা বুধবার আগরতলায় এমবিবি বিমানবন্দরে ভারতীয় সেনাবাহিনীর নায়েক শহীদ শুভঙ্কর ভৌমিকের পার্থিব দেহে শেষ শ্রদ্ধা জানান। সিয়াচিন সীমান্তে কর্তব্যরত অবস্থায় শহীদ শুভঙ্কর ভৌমিকের মরদেহ এদিন এমবিবি বিমানবন্দরে এসে পৌঁছালে মুখ্যমন্ত্রী মরদেহে পুষ্পার্ঘ্য অর্পণ করে রাজ্যের এই বীর সন্তানের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান।

মুখ্যমন্ত্রী জানান, রাজ্যের এই বীর সন্তানের ত্যাগের প্রতি শ্রদ্ধা জানিয়ে রাজ্য সরকারের পক্ষ থেকে শুভঙ্কর ভৌমিকের পরিবারকে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ৪ লক্ষ টাকা দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা শোকসন্তপ্ত পরিবার পরিজনদের প্রতি সমবেদনা জানিয়ে বলেন, আমাদের মাতৃভূমিকে রক্ষা করার ক্ষেত্রে শহীদ শুভঙ্কর ভৌমিকের সাহসিকতা ও দৃঢ়চেতা মনোভাব আমরা দীর্ঘদিন গর্বের সঙ্গে স্মরণে রাখবো।

প্রসঙ্গত, জম্মু কাশ্মীরের সিয়াচীনের গেলেশিয়া এলাকায় তুষার ধসে শহীদ হয়েছেন ভারতীয় সেনা বাহিনীর জওয়ান ত্রিপুরার সন্তান শুভঙ্কর ভৌমিক। তাঁর বাড়ি দক্ষিণ ত্রিপুরা জেলার অমরপুরের বীরগঞ্জ পঞ্চায়েত এলাকায়। বুধবার রাজ্যে ফিরবে তাঁর কফিনবন্দি মৃতদেহ।

শহীদ শুভঙ্কর ভৌমিককের বাবা সুকুমার ভৌমিক জানান, তার বড় ছেলে সিআরপিএফ -এ চাকরিরত। দ্বিতীয় ছেলে শুভঙ্কর সেনাবাহিনীতে চাকরিরত ছিলেন। ছোট ছেলে বাড়িতে থাকে। মঙ্গলবার সকালে ছোট ছেলের কাছে ফোন আসে তার শুভঙ্কর শহীদ হয়েছেন। ঘটনাস্থল থেকে যখন হাসপাতালে নিয়ে আসার জন্য অন্যান্য জওয়ানরা রওয়ানা হয়েছিলেন সেই সময় শুভঙ্কর হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন। গত অক্টোবর মাসে শুভঙ্কর বাড়িতে এসে তার স্ত্রী ও শিশু কন্যা সহ সকলের সাথে আনন্দ উপভোগ করে আবার কর্মস্থলে যোগদান করেছিলেন।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *