আগরতলা রেল স্টেশনে নেশা সামগ্রী বাজেয়াপ্ত, গ্রেফতার দুই মহিলা সহ বহিঃরাজ্যের চার পাচারকারী

আগরতলা, ২০ নভেম্বর : নেশাদ্রব্য পাচারের জন্য রেলস্টেশনকে বেছে নিচ্ছে বহিঃরাজ্যের পাচারকারীরা। আগরতলা রেলস্টেশনে এখন প্রায় প্রত্যেকদিন ধরা পড়ছে গাঁজা, ফেন্সিডিলের মত উত্তেজক নেশাদ্রব্য। মঙ্গলবারও দুই দফায় পুলিশের অভিযানে গাঁজা, ফেন্সিডিল সহ নানা নেশাদ্রব্য বাজেয়াপ্ত হয়েছে। আগরতলা জিআরপি থানা ও আরপিএফ যৌথ অভিযানে এগুলি উদ্ধার করেছে।

বুধবার জিআরপি থানার ওসি তাপস দাস জানান, মঙ্গলবার সকালে আগরতলা রেলষ্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্মের কাছে দুই মহিলা ও একজন পুরুষের কাছে ছয়টি প্যাকেটে ৪ কেজি ১৫৫ গ্রাম গাঁজা পাওয়া যায়। এগুলি বিহার নিয়ে যাচ্ছিল। জিজ্ঞাসাবাদে ধৃত তিনজন পুলিশকে জানিয়েছে, সপ্তাহে দুই থেকে তিনদিন তারা গাঁজা পাচার করতে আসা-যাওয়া করে। ধৃত তিনজনের বিরুদ্ধেই এনডিপিএস আইনে মামলা নিয়েছে রেল পুলিশ।

এদিকে মঙ্গলবার বিকালে আগরতলা রেলস্টেশনে অভিযান চালিয়ে ২০০ বোতল এসকফ সিরাপ উদ্ধার করেছে পুলিশ। এগুলি বিহার থেকে ট্রেনে আগরতলায় আনা হয়েছিল। এই ঘটনায় আগরতলা জিআরপি থানায় এনডিপিএস ধারায় মামলা নেওয়া হয়। এর মধ্যে আরো কারা যুক্ত আছে, কাদের এই মালগুলি ডেলিভারী দেওয়ার কথা, এ নিয়ে জিআরপি থানার পুলিশ উনাকে জোরালোভাবে জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে। দুইটি ঘটনায় ধৃত নেশাদ্রব্য পাচারকারীরা হল বিহারের সানি কুমার, রেখা কুমারী (কাল্পনিক নাম), প্রবেশ কুমার সিং এবং আসামের কমলা দেবী (কাল্পনিক নাম)। তাদেরকে বুধবার জেল রিমান্ড চেয়ে আদালতে তোলা হয় বলে জানান ওসি তাপস দাস।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *