বিদ্যালয়ে উপস্থিতির হার কম থাকায় পরীক্ষায় বসতে দেওয়া হয়নি ৩০জন ছাত্র-ছাত্রীকে

তেলিয়ামুড়া, ২০ নভেম্বর : বিদ্যালয়ে উপস্থিতির হার কম থাকায় পরীক্ষায় বসতে দেওয়া হয়নি ৩০জন ছাত্র-ছাত্রীকে। ঘটনা বুধবার তেলিয়ামুড়ার মহকুমার অন্তর্গত বিদ্যাজ্যোতি প্রকল্পের আওতাধীন মাইগঙ্গা সুকান্ত দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ে। বিদ্যালয়ের এই উদ্যোগে ব্যাপক সাড়া পরিলক্ষিত হচ্ছে গোটা রাজ্যে।

মাইগঙ্গা সুকান্ত দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ের প্রিন্সিপাল সর্বাণী ভট্টাচার্য জানান, মাইগঙ্গা সুকান্ত দ্বাদশ শ্রেণি বিদ্যালয়টি বিদ্যাজ্যোতি প্রকল্পের আওতাধীন। এই বিদ্যালয়টি সি.বি.এস.সি বোর্ড দ্বারা পরিচালিত। সি.বি.এস.ই বোর্ডের নিয়ম অনুযায়ী ছাত্র-ছাত্রীদের বিদ্যালয়ে উপস্থিতির হার শতকরা ৭৫ শতাংশ থাকতে হবে। কিন্তু, দুর্ভাগ্যের বিষয় মাইগঙ্গা সুকান্ত দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ে ছাত্র-ছাত্রীদের উপস্থিতির হার ৫০ শতাংশের থেকেও নিচে।

সি.বি.এস.ই বোর্ডের নিয়ম অনুযায়ী প্রথম থেকেই ছাত্র-ছাত্রী থেকে শুরু করে অভিভাবকদের বলা হয়েছে ছাত্র-ছাত্রীদের বিদ্যালয়ে উপস্থিতির হার যেন ৭৫ শতাংশ থাকে। এই বিষয়ে অবগত করা হলেও দুর্ভাগ্যের বিষয় একাংশ ছাত্র-ছাত্রীদের বিদ্যালয়ে উপস্থিতির হার একেবারেই নেই বললেই চলে। এই অবস্থায় আগামী দিন যাতে ছাত্র-ছাত্রীদের পঠন পাঠনএবং শিক্ষার গুনগত মান বজায় থাকে সেই লক্ষ্যে বিদ্যালয়ের যে সকল ছাত্র-ছাত্রীদের উপস্থিতির হার ৫০ শতাংশের থেকেও নিচে রয়েছে তাদেরকে বুধবার থেকে শুরু হওয়া পরীক্ষায় বসতে দেয়নি বিদ্যালয়ে কর্তৃপক্ষ।

জানা গিয়েছে, ষষ্ঠ শ্রেণি থেকে শুরু করে দ্বাদশ শ্রেণি পর্যন্ত সর্বমোট ৩০ জন ছাত্র-ছাত্রীর বিদ্যালয়ে উপস্থিতির হার কম থাকায় তারা পরীক্ষায় বসতে পারেনি। এই ঘটনার পরিপ্রেক্ষিতে শুভবুদ্ধি সম্পন্ন মহল থেকে প্রতিক্রিয়া আসছে যে, হয়তো এই প্রথম খোয়াই জেলার কোন বিদ্যালয় ছাত্র-ছাত্রীদের উপস্থিতির হার কম থাকায় পরীক্ষায় বসতে দেয়নি।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *