জলপাইগুড়ি পাড়ি দেওয়ার আগেই বাংলাদেশের এক যুবতী ও দুই কিশোরী আটক ধর্মনগরে

ধর্মনগর, ১৯ নভেম্বর : বাংলাদেশের এক যুবতী ও দুই কিশোরীকে আটক করল ধর্মনগর থানার পুলিশ৷ ঘটনা মঙ্গলবার দুপুরে৷ প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে জলপাইগুড়ির এক যুবকের সাথে প্রণয়ের জেরে ওই যুবতী বাংলাদেশ থেকে এখানে এসেছে৷ তার সাথে আরও দুই কিশোরীকে এখানে নিয়ে আসা হয়েছে কোথাও চারকি দেওয়ার নাম করে৷ ধৃতরা প্রত্যেকেই জলপাইগুড়ি যাওয়ার জন্য ধর্মনগরে পৌঁছে৷

ধর্মনগর থানার ওসি সিতিকান্ত বর্ধন জানিয়েছেন, ধর্মনগরের রাজবাড়ী এলাকার লোকজন থানায় ফোন করে জানান যে এক যুবতী ও দুই কিশোরীকে সেন্দহজনক অবস্থায় ঘুরাফেরা করতে দেখা যাচ্ছে৷ সেই খবরের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের আটক করে থানায় নিয়ে যায়৷ ধৃতদের কাছ থেকে কিছু নথিপত্র উদ্ধার করা হয়েছে৷ সেই নথিপত্র মোতাবেক এবং জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে তাদের বাড়ি বাংলাদেশে৷ পুলিশ তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেছে৷ সেই সাথে তাদের ভারতে অনুপ্রবেশের ক্ষেত্রে যারা সহায়তা করেছে তাদের সনাক্ত করার চেষ্টা চালাচ্ছে পুলিশ৷

ধৃত বাংলাদেশে দুই কিশোরী এবং এক যুবতী জানিয়েছে, তারা দক্ষিণ ত্রিপুরার আমলিঘাট সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করেছে৷ তাদের এপারে অনুপ্রবেশে বেশ কয়েকজন দালাল কাজ করেছে৷ যারা একাজে জড়িত তাদেরকে তারা চিনে না৷ তবে জলপাইগুড়ির কুরবান নামে এক যুবকের সাথে বাংলাদেশের যুবতীর প্রণয়ের সম্পর্ক রয়েছে৷ তার কথামতোই সে অনুপ্রবেশ করেছে৷ কয়েকজন লোক বিভিন্ন স্থানে তাদের আশ্রয় দিয়েছে৷ অবশেষে একটি বাসে তুলে দিয়ে বলা হয়েছে ধর্মনগরের রাজবাড়ী এলাকায় একটি হোটেলে পৌঁছে৷ সেখান থেকে মঙ্গলবার সকালে ট্রেনে জলপাইগুড়ি পাড়ি দেওয়ার পরিকল্পনা ছিল৷

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *