সমাজ গঠনেও সংবাদ মাধ্যমকে এগিয়ে আসা প্রয়োজন : মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৬ নভেম্বর : সংবাদ পরিবেশনের সময় সবসময় লক্ষ্য রাখতে হবে মানুষ যাতে সঠিক সংবাদ সম্পর্কে অবগত হতে পারে।
সংবাদ পরিবেশনাই শুধু সাংবাদিকদের কাজ নয়, সমাজ গঠনেও সংবাদ মাধ্যমকে এগিয়ে আসা প্রয়োজন। এতেই সংবাদ মাধ্যমের প্রকৃত স্বার্থকতা। শনিবার আগরতলায় রবীন্দ্র শতবার্ষিকী ভবনে হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনাল নিওজ চ্যানেল আয়োজিত শারদ সম্মান ও বর্ষপূর্তি অনুষ্ঠানের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা একথা বলেন।

অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, সমাজের প্রতি সংবাদমাধ্যমের বিরাট দায়িত্ব রয়েছে। সমাজের ভুল ত্রুটিগুলি সঠিকভাবে পরিবেশন করা তাদের গুরু দায়িত্ব। যা সত্য তাই পরিবেশন করা প্রয়োজন। সেটাই মানুষ চায় এবং তাতেই মানুষের বিশ্বাস অর্জন করা সম্ভব। বর্তমান রাজ্য সরকার সংবাদমাধ্যম বান্ধব সরকার। তিনি আরও বলেন, রাজ্যের আইন শৃঙ্খলা এখন অনেক উন্নত। এই প্রসঙ্গে তিনি এবারের মায়ের গমন অনুষ্ঠানের সফলতার কথা তুলে ধরেন। তিনি বলেন, রাজ্য সরকারের একার পক্ষে রাজ্যকে উন্নতির শিখরে নিয়ে যাওয়া সম্ভব নয়। এই কাজে সংবাদমাধ্যম থেকে শুরু করে রাজ্যের মানুষকে এগিয়ে আসতে হবে।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কৃষি ও বিদ্যুৎ দপ্তরের মন্ত্রী রতনলাল নাথ, পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী, পুর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার, এডভোকেট জেনারেল শক্তিময় চক্রবর্তী,
হেডলাইনস ত্রিপুরা ন্যাশনাল নিওজ চ্যানেলের সম্পাদক প্রণব সরকার, সাংসদ রাজীব ভট্টাচার্য, রামকৃষ্ণ মিশনের সম্পাদক স্বামী শুভকারানন্দ মহারাজ, রাজ্যের কৃতি সন্তান তথা ‘লাপাতা লেডিস’ সিনেমার কাহিনীকার বিপ্লব গোস্বামী প্রমুখ।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *