বাংলাদেশি নাগরিকদের অনুপ্রবেশে সহায়তা করার অভিযোগে ভারতীয় দালাল গ্রেফতার

আগরতলা, ১৫ নভেম্বর : বাংলাদেশি নাগরিকদের ভারতে অনুপ্রবেশে এবং বিভিন্ন রাজ্যে পাঠানোর সাথে জড়িত একজনকে গ্রেফতার করেছে আগরতলা জিআর থানার পুলিশ৷ মূলত ভারতীয় দালাল হিসেবে ওই ব্যক্তি কাজ করত৷ তার নাম রাজু মিয়া৷ বয়স চল্লিশ৷ বাড়ি আগরলার আমতলী থানার অধীন বেলাবরের পালপাড়ায়৷

শুক্রবার আগরতলা জিআর থানার ওসি তাপস দাস জানিয়েছেন, গতকাল রাতে বিএসএফ এবং আমতলী থানার পুলিশকে সাথে নিয়ে বেলাবর পালপাড়ায় অভিযান চালিয়ে রাজু মিয়াকে গ্রেফতার করা হয়েছে৷ তার বিরুদ্ধে বাংলাদেশি নাগরিকদের অনুপ্রবেশে সহায়তা করা এবং ভারতের বিভিন্ন রাজ্যে পাঠানোর অভিযোগ রয়েছে৷ তার সাথে আরও কয়েকজন যুক্ত রয়েছে বলে জানা গিয়েছে৷ তাদেরকেও গ্রেফতারের উদ্যোগ নেয়া হবে৷ দীর্ঘদিন ধরেই রাজু মিয়া এই অবৈধ কার্যকলাপের সাথে জড়িতে৷ শুক্রবার ধৃত রাজু মিয়াকে আদালতে সোপর্দ করা হয়েছে পুলিশ রিমান্ডের আবেদন জানিয়ে৷

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *