গন্ডাছড়া, ১৫ নভেম্বর : সারা দেশের সাথে ধলাই জেলার গন্ডাছড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়েও যথাযোগ্য মর্যাদায় পালিত হল জনজাতি গৌরব দিবস।
প্রসঙ্গত ১৫ নভেম্বর শুক্রবার দেশের জনজাতি বীর ভগবান বিরসা মুন্ডার জন্মতিথি। এদিন গন্ডাছড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের এনএস এস ইউনিটের উদ্যোগে সংশ্লিষ্ট বিদ্যালয়ের বিআরসি হলে জনজাতি ভগবান বিরসা মুন্ডার জন্মতিথিটিকে যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়। এনএসএস ইউনিটের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী অধ্যক্ষ খজেন্দ্র ত্রিপুরা, এনএসএস -এর প্রোগ্রাম আফিসার ভাস্কর ঘোষ সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকারা।
অনুষ্ঠানে বেশ কয়েকটি কর্মসূচি পালন করা হয়। শিশুদের মধ্যে অনুষ্ঠিত হয় বসে আঁকো প্রতিযোগীতা। বসে আঁকো প্রতিযোগীতায় প্রায় পঞ্চাশ জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করে। অনুষ্ঠানে সংশ্লিষ্ট বিদ্যালয়ের বিভিন্ন সম্প্রদায়ের জনজাতি ছাত্রছাত্রীরা নিজ নিজ চিরাচরিত পোশাকে প্রদর্শন করে। দিনটির তাৎপর্য ব্যাখ্যা করে বক্তব্য রাখেন বিদ্যালয়ের সহকারী অধ্যক্ষ খজেন্দ্র ত্রিপুরা।