পাচারকালে বিলোনিয়ায় গাড়ি সহ গাঁজা বাজেয়াপ্ত, গ্রেফতার চালক

বিলোনিয়া, ১৪ নভেম্বর : আবারো নেশাসামগ্ৰী উদ্ধার দক্ষিণ ত্রিপুরা জেলার বিলোনিয়া মহাকুমার রাজনগর ব্লকের উত্তর রাঙ্গামুড়া এলাকায়। গোপন সংবাদের ভিত্তিতে বিলোনিয়া মহকুমার পুলিশ আধিকারিক অভিজিৎ দাসের নেতৃত্বে পি আর বাড়ি থানার ওসি রতন রবিদাস সহ এসআই সুজিত সরকার ও থানার পুলিশ কর্মীরা সাফল্য পেয়েছেন।

জানা গিয়েছে, টিআর০৫-ডি-০৪০৯ নম্বরের সেলেরিও গাড়িতে তল্লাশি চালিয়ে চার কেজি শুকনো গাঁজা উদ্ধার করে। পাশাপাশি বাইশ বছরের যুবক চন্দ্র মনি ত্রিপুরা নামে গাড়ির চালককে গ্ৰেফতার করে। ধৃত গাড়ির চালক চন্দ্র মনি ত্রিপুরার বাড়ি সোনামুড়ার যাত্রাপুর থানার অন্তর্গত থলিবাড়ি। পি আর বাড়ি থানার পুলিশ গাঁজা সহ ধৃত গাড়ি চালকের বিরুদ্ধে এনডিপিএস এক্টে মামলা নথিভুক্ত করেছে।

উল্লেখ্য, পি আর বাড়ি থানার অন্তর্গত রাধানগরের রাঙ্গামুড়া এলাকাতে বুধবার রাতে মহকুমা পুলিশ আধিকারিক সহ থানার ওসি ও পুলিশ কর্মীরা যখন টহল দিচ্ছিলেন তখন গোপন সংবাদ আসে নিদয়া থেকে একটি সেলিরিয়ো গাড়ি নেশা সামগ্ৰী নিয়ে আসছে। সেই খবরের ভিত্তিতে উত্তর রাঙ্গামুড়া এলাকায় গিয়ে পুলিশ দেখতে পায় একটি নির্জন জায়গাতে সেলিরিয়ো গাড়িটি দাঁড় করানো অবস্থায়। সাথে সাথে ঘেরাও করে স্থানীয় লোকজনদের ডেকে এনে পুলিশ গাড়িতে তল্লাশি করে গাঁজার বস্তা বাজেয়াপ্ত করেছে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *