ভূয়ো টিটিইকে আটক করে পুলিশে দিল ধর্মনগর-আগরতলাগামী রেলের যাত্রীরা

আগরতলা, ১৩ নভেম্বর : ধর্মনগর-আগরতলাগামী যাত্রীবাহী ট্রেনে যাত্রীদের প্রতারণা করার চেষ্টা করার সময় বুধবার সকালে ট্রেনের টিকিট পরীক্ষক (টিটিই) হিসাবে জাহির করা একজন প্রতারককে আটক করা হয়েছে। ধৃত যুবকের নাম হোসেন আলী। বাড়ি উনাকোটি জেলার কৈলাশহরের দেওরাছড়া এলাকায়। ঘটনাকে কেন্দ্র করে ধলাই জেলার মনু রেলওয়ে স্টেশনে সাময়িক উত্তেজনা সৃষ্টি করে।

হোসেন আলী টিটিইর পোশাক পরে ট্রেনে ওঠেন এবং যাত্রীদের কাছ থেকে জরিমানা আদায় করতে শুরু করেন। তার আচরণে অসঙ্গতি থাকায় যাত্রীদের মধ্যে সন্দেহের সৃষ্টি হয়। যখন তারা তার আইডি কার্ড দেখার জন্য দাবি করে তখন তার কথাবার্তায় অসংলগ্নতা পায়। ট্রেনটি মনু স্টেশনে পৌঁছলে যাত্রীরা হোসেন আলীকে আটক করে রেলওয়ে কর্মীদের কাছে হস্তান্তর করে।

মনু রেলওয়ে থানার পুলিশ পরে তাকে হেফাজতে নেয়। জিজ্ঞাসাবাদে হোসেন আলী দাবি করেছে যে সে একটি অনলাইন চক্র দ্বারা প্রতারিত হয়েছে। ওই চক্রটি তাকে রেলে টিটিই এর চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে এবং টিটিই এর নির্ধারিত পোশাক ওই প্রতারক চক্র তাকে সরবরাহ করেছে। পুলিশ অনলাইন প্রতারক চক্রটির যাবতীয় তথ্য সংগ্রহ করছে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *