আগরতলা, ১৩ নভেম্বর : বাজারে পেঁয়াজ ও আলুর মূল্যবৃদ্ধির লাগাম টানতে অভিযানে নেমেছে সদর মহকুমার এনফোর্সমেন্ট টিম। বুধবার আগরতলায় মহারাজগঞ্জ বাজারে অভিযান চালিয়ে ব্যাপক অনিয়ম প্রত্যক্ষ করে এনফোর্সমেন্ট টিম।
এনফোর্সমেন্ট টিমের আধিকারিক জানিয়েছেন, বেশ কিছুদিন যাবৎ রাজ্যের বিভিন্ন বাজারে পেঁয়াজের মূল্য বৃদ্ধি পেয়েছে। যা সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে। এদিন বাজারে পেঁয়াজ, আলুর মূল্য যাচাই করতে অভিযান শুরু করেন তাঁরা। বাজারে গিয়ে লক্ষ্য করেন যথেষ্ট পরিমাণে পেঁয়াজ মজুত রয়েছে। ওই আধিকারিক আরও জানিয়েছেন, পাইকারি প্রতি কিলো পেঁয়াজের দাম ৬৫ টাকা এবং আলুর দাম ৩১ টাকা দরে বিক্রি করা হচ্ছে। কিন্তু খোলা বাজারে প্রতি কিলো পেঁয়াজ ৭২ টাকা এবং আলু ৩৫ টাকা দরে বিক্রি করা হচ্ছে। এর থেকে বেশী দরে বিক্রি করা যাবে না। আগামীদিনেও এরকম অভিযান জারি থাকবে বলে জানান তিনি।