ত্রিপুরায় পেট্রোলে রেশনিং চালু, পাম্প পরিদর্শন করলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী

আগরতলা, ১০ নভেম্বর : রবিবার থেকে ত্রিপুরায় পেট্রোলে রেশনিং চালু করা হয়েছে প্রশাসনের তরফে। যদিও রেশনিং এর খবর শনিবার বিকালেই ছড়িয়ে পড়ার সাথে সাথে পেট্রোল পাম্পের সামনে যানবাহন নিয়ে চালক ও মালিকদের দীর্ঘ লাইন নজরে আসে। রবিবার খাদ্য ও জনসংভরণ দপ্তরের মন্ত্রী আগরতলা শহরের বেশ কয়েকটি পেট্রোল পাম্প পরিদর্শন করেন। পাম্প মালিকদের সতর্ক করছেন যাতে কোনভাবেই কালোবাজারি না হয়। পাশাপাশি মন্ত্রী সুশান্ত চৌধুরী জনগণের উদ্দেশ্যে বলেন আশা করা যায় ১৪ নভেম্বর থেকে পেট্রোল বিক্রি পূর্বের মতো স্বাভাবিক হয়ে যাবে।

প্রসঙ্গত, শনিবার খাদ্য ও জনসংভরণ দপ্তরের তরফে জানানো হয়েছিল, উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের লামডিং-বদরপুর অংশে একটি মালবাহী ট্রেন লাইনচ্যুত হওয়ায় প্রায় ৪-৫ কিলোমিটার বিস্তৃত রেললাইন ক্ষতিগ্রস্ত হয়েছে। এরফলে বিগত কিছুদিন যাবৎ পেট্রোপণ্য সহ বিভিন্ন নিত্য প্রয়োজনীয় সামগ্রী বহিঃরাজ্য থেকে রেলপথে রাজ্যে আমদানী বন্ধ রয়েছে। ইতিমধ্যে রেলওয়ে কর্তৃপক্ষের তরফে উক্ত এলাকায় রেললাইন সারাইয়ের জন্য যাবতীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সারাইয়ের কাজ যুদ্ধকালীন তৎপরতায় করা হচ্ছে। আগামী ১৩ নভেম্বর তারিখ থেকে এই রেললাইন অংশে পুনরায় পণ্য পরিবহণ পরিষেবা চালু করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।

আইওসিএল কর্তৃপক্ষ বর্তমানে আসামের গুয়াহাটি, বেতকুচি, লামডিং ও শিলচর ডিপো থেকে সড়কপথে ট্যাঙ্কার ট্রাকের মাধ্যমে রাজ্যে পেট্রোল ও ডিজেল আমদানি করছে। তবে বর্তমানে ধর্মনগরস্থিত আইওসিএল ডিপো সহ রাজ্যের বিভিন্ন মহকুমায় পেট্রোল পাম্পগুলিতে পেট্রোলের মজুতের পরিমাণ কম থাকায় সারা রাজ্যে ১০ নভেম্বর থেকে পেট্রোল বিক্রির ক্ষেত্রে সাময়িকভাবে রেশনিং ব্যবস্থা চালু করা হবে। এই রেশনিং ব্যবস্থার মেয়াদ রাজ্যে রেলপথে পেট্রোপণ্য পরিবহণ পরিষেবা পুনরায় চালু না হওয়া পর্যন্ত লাগু থাকবে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *