মাদকাসক্তি ও মাদক দ্রব্যের অপব্যবহার বিষয়ে সচেতনতা ও শিক্ষা বিষয়ক কর্মসূচি সোনামুড়ায়

বক্সনগর, ৫ নভেম্বর : মাদকাসক্তি এবং মাদক দ্রব্যের অপব্যবহার বিষয়ে সচেতনতা ও শিক্ষা বিষয়ক কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে সিপাহীজলা জেলার সোনামুড়ায়। ৫ নভেম্বর থেকে ১১ নভেম্বর পর্যন্ত সিপাহীজলা জেলার অধীন সোনামুড়া ডাক বাংলোর কনফারেন্স হলে মাদকাসক্তি ও মাদকের অপব্যবহার বিষয়ে সচেতনতা ও শিক্ষা বিষয়ক কার্যক্রমের সূচনা হয় মঙ্গলবার।

ত্রিপুরা অ্যাডভেঞ্চার সোশ্যাল এক্সপিডিশন অর্গানাইজেশন, ভারত সরকারের যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রকের অধীনে নেহরু যুব কেন্দ্রের আর্থিক সহায়তায় অনুষ্ঠিত হয় এই কর্মসূচি। কর্মশালার সূচনা করেন সোনামুড়া নাগর পঞ্চায়েতের চেয়ারম্যান সারদা চক্রবর্তী। এছাড়া উপস্থিত ছিলেন সোনামুড়া মহকুমা শাসক মহেন্দ্র চাকমা, মহকুমা পুলিশ আধিকারিক শশীমোহন দেববর্মা, সোনামুড়া মহকুমা প্রেসক্লাবের সম্পাদক অভিজিৎ বর্ধন, মহকুমা ক্রীড়া আধিকারিক মধুসূদন দেববর্মা প্রমুখ।

কর্মশালায় মহকুমার বিভিন্ন বিদ্যালয় থেকে প্রায় ৫০ জন স্কুলপড়ুয়া অংশ নেয়। অনুষ্ঠানে আগত অতিথিরা কিভাবে আজকের যুব সমাজকে নেশা থেকে বিরত রাখা যায় সে বিষয়ে শিক্ষার্থীদের কি ভূমিকা রয়েছে বা কি করণীয় সেগুলি নিয়ে আলোচনা করেন। কর্মশালার শেষে সাত দিনব্যাপী কি কি কর্মশালা রয়েছে সেগুলি তুলে ধরেন ত্রিপুরা অ্যাডভেঞ্চার সোশ্যাল এক্সপিডিশন অর্গানাইজেশনের সম্পাদক লিটন শীল।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *