বিশালগড়, ১ নভেম্বর : সদ্যোজাত শিশুর মৃত্যুতে শোকাহত গোটা পরিবার। স্বাস্থ্য পরিষেবা নিয়ে অসন্তাষ প্রকাশ করলেন মৃত শিশুর মা বাবা। ঘটনা সিপাহীজলা জেলার বিশ্রামগঞ্জ প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে।
জানা গিয়েছে, চড়িলাম ব্লকের বিশ্রামগঞ্জ বাঁশতলি ভিলেজের পূর্ব জোটতলির বুদ্ধ দেববর্মার স্ত্রী বাসনা দেববর্মাকে বুধবার ভোর সাড়ে তিনটায় বিশ্রামগঞ্জ প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছিল। পরবর্তী সময় ওই মহিলা ছেলে সন্তান প্রসব করেন। কিন্তু বাসনা দেববর্মা এবং তার স্বামী বুদ্ধ দেববর্মা জানতেন না তার শিশু কেমন আছে।
হঠাৎ বৃহস্পতিবার সকাল ছয়টায় বিশ্রামগঞ্জ হাসপাতাল থেকে শিশু এবং তার মাকে রেফার করা হয় আইজিএম হাসপাতালে। তখনও তারা জানেন না শিশুটি জীবিত কি মৃত। আইজিএম হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুকে মৃত বলে ঘোষণা করেন। এখন তারা বিশ্রামগঞ্জ প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের পরিষেবা নিয়ে প্রশ্ন তুলছেন।