ত্রিপুরা ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটের ছাত্রছাত্রীদের বিভিন্ন কোর্সের শংসাপত্র বিতরণ

আগরতলা, ২৯ অক্টোবর : ত্রিপুরা ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটের (টিএফটিআই) ২০২৩- ২৪ শিক্ষাবর্ষের বিভিন্ন কোর্সের সমাপ্তিতে ছাত্রছাত্রীদের মধ্যে শংসাপত্র বিতরণ করা হয়েছে মঙ্গলবার আগরতলায় নজরুল কলাক্ষেত্রে। অনুষ্ঠানে টিএফটিআই-র স্ক্রিন অ্যাক্টিং, স্ক্রিপ্ট রাইটিং এবং ডিজিটাল এডিটিং এই তিনটি কোর্সে প্রশিক্ষণপ্রাপ্ত ৫৩ জন ছাত্রছাত্রীকে সার্টিফিকেট প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা বলেন, ত্রিপুরা ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট রাজ্যের একটি গর্বের প্রতিষ্ঠান। রাজ্যে এ ধরনের একটি প্রতিষ্ঠান স্থাপন হবে তা কেউ কল্পনাও করেনি। রাজ্য সরকারের আন্তরিক প্রচেষ্টায় এবং সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটের সহযোগিতায় এ ধরনের প্রতিষ্ঠান রাজ্যে গড়ে তোলা সম্ভব হয়েছে।

মুখ্যমন্ত্রী বলেন, ত্রিপুরা ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটে বর্তমানে ৭টি শর্ট কোর্স চালু রয়েছে। আগামীদিনে দীর্ঘমেয়াদি কোর্স সহ এখানে ডিপ্লোমা বা ডিগ্রি কোর্স চালু করার ব্যাপারে আমরা আশাবাদী। এক কথায় এই ইনস্টিটিউটকে পূর্ণাঙ্গরূপে গড়ে তোলার প্রয়াস নেওয়া হবে। এই ইনস্টিটিউটে বিভিন্ন কোর্সের ফি রাজ্য সরকারই ৯০ শতাংশ বহন করে থাকে যা শিক্ষার্থীদের জন্য একটা ভালো দিক।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, তথ্য ও সংস্কৃতি দপ্তরের সচিব ড. প্রদীপ কুমার চক্রবর্তী, সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত অধিকর্তা সমীরণ দত্ত, তথ্য ও সংস্কৃতি দপ্তরের অধিকর্তা বিম্বিসার ভট্টাচার্য, রাজ্যভিত্তিক সাংস্কৃতিক উপদেষ্টা কমিটির ভাইস চেয়ারম্যান সুব্রত চক্রবর্তী প্রমুখ।

উল্লেখ্য, ২০২২ সালের ২৮ নভেম্বর থেকে ত্রিপুরা ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট যাত্রা শুরু করে। কলকাতাস্থিত সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটের তত্ত্বাবধানে এখানে বর্তমানে ৭টি স্বল্পমেয়াদি কোর্স চালু রয়েছে। কোর্সগুলি হলো স্ক্রিন অ্যাক্টিং, ফিল্ম অ্যাপ্রেসিয়েশন, প্রোডাকশন ম্যানেজমেন্ট, নিউজ অ্যাঙ্করিং ও রিপোর্টিং, স্ক্রিপ্ট রাইটিং, ডিজিটাল এডিটিং এবং সাউন্ড রেকর্ডিং।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *