বক্সনগর, ২৮ অক্টোবর : স্বদলীয়দের কাছেই গ্রহণযোগ্যতা হারাচ্ছেন নলছড় বিধানসভা কেন্দ্রের বিধায়ক কিশোর বর্মন। এমনই ঘটনা পরিলক্ষিত হল নলছর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত নলছর ব্লকের শিবনগর গ্রাম পঞ্চায়েত এলাকায়। শপথ গ্রহণের দুই মাসের মধ্যেই সদস্যপদ খারিজ করা হল ছয় সদস্যের।
জানা গিয়েছে, ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে নলছর ব্লক এলাকার প্রায় প্রতিটি পঞ্চায়েতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পায় শাসকদলের মনোনীতরা। তারপর থেকে ক্রমে ক্রমে প্রধান এবং উপপ্রধান হওয়াকে কেন্দ্র করে পারদ চড়তে থাকে স্বদলীয়দের মধ্যে। আর তার বহিঃপ্রকাশ পরিলক্ষিত হল সোমবার সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে শাসক দলীয় ছয় পঞ্চায়েত প্রতিনিধিদের করা অভিযোগে।
এদিন পঞ্চায়েত এলাকার সাধারণ মানুষদের উপস্থিতিতে সাংবাদিকদের সামনে তাদের অভিযোগ তুলে ধরেন ছয় সদস্য। তাদের অভিযোগ নির্বাচনের পর প্রথমত শপথ গ্রহণকে কেন্দ্র করে ছলনার আশ্রয় নেয় ব্লক প্রশাসন এবং শাসক দলের নেতৃত্বরা। অভিযোগ, এরপরেই প্রধান উপপ্রধান হওয়াকে কেন্দ্র করে শুরু হয় জটিলতা। দলের তরফ থেকে যাকে প্রধান করা হয় তাকে মানতে নারাজ অন্য সদস্যরা এবং উপপ্রধান নিজেই দায়িত্ব থেকে সরে যেতে চান।
কিন্তু দুমাস পঞ্চায়েতের কাজকর্ম করার পর হঠাৎ ৬ জন সদস্যদের বিরুদ্ধে ব্লক থেকে পঞ্চায়েত সদস্য পদ খারিজ করা হয় বলে একটি প্রতিলিপি পাঠানো হয়। আর তাতেই প্রশ্ন সৃষ্টি হয় পঞ্চায়েত সদস্যদের মধ্যে। তারা সম্পূর্ণ বিষয়টিতে বিধায়কের হাত রয়েছে বলে অভিযোগ করেন এবং দলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের গোচরে বিষয়টি আনার জন্য সাংবাদিক সম্মেলনে মিলিত হন।