আগরতলা, ২৮ অক্টোবর : ক্ষমতাসীন বিজেপির জুনিয়র জোট অংশীদার আইপিএফটি-এর কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভা সোমবার আগরতলা প্রেসক্লাবে অনুষ্ঠিত হয়েছে। এডিসির ভিলেজ কমিটির নির্বাচনে দলের পরিকল্পনার জন্য অনুষ্ঠিত হয়েছে এই বৈঠক।
সভার উদ্দেশ্য সম্পর্কে আইপিএফটি রাজ্য সভাপতি প্রেম কুমার রিয়াং বলেন, বৈঠকের উদ্দেশ্য হল আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনের জন্য দলের কৌশল নিয়ে আলোচনা করা। তিনি বলেন, আগামী ১০ নভেম্বরের মধ্যে দলের আঞ্চলিক কমিটি গঠনের প্রক্রিয়া শেষ করার সিদ্ধান্ত হয়েছে। দলের বিভাগগুলিকে যত তাড়াতাড়ি সম্ভব প্রক্রিয়াটি শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে। তিনি বলেন, প্রক্রিয়াটি দেখার জন্য পর্যবেক্ষকদের নিয়ে বৈঠকে জেলা কমিটি গঠন করা হয়েছে।
তিনি আরও বলেন, সোমবারের বৈঠকে আগামী ৪ ডিসেম্বর টিটিএডিসির খুমুলুঙে আইপিএফটির জনসমাবেশ করার সিদ্ধান্ত হয়েছে। ভিলেজ কমিটির নির্বাচনে দল এককভাবে প্রতিদ্বন্দ্বিতা করবে নাকি অন্য কোন দলের সঙ্গে জোট করবে- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এ বিষয়ে ইতিমধ্যেই সিদ্ধান্ত হয়েছে তবে নির্বাচন ঘোষণার পরই তা প্রকাশ্যে আনা হবে।