জনজাতি ছাত্র-ছাত্রীদের প্রি-ম্যাট্রিক ও পোস্ট-ম্যাট্রিক স্কলারশিপ নিয়ে স্পষ্টীকরণ দিলেন দপ্তরের সচিব

আগরতলা, ২৭ অক্টোবর : জনজাতি ছাত্র-ছাত্রীদের প্রি-ম্যাট্রিক এবং পোস্ট-ম্যাট্রিক স্কলারশিপ প্রদান নিয়ে রাজ্যজুড়ে জোড় বিতর্ক শুরু হয়েছে। এই বিতর্ক অবসানে রবিবার সাংবাদিক সম্মেলনে মিলিত হলেন জনজাতি কল্যাণ দপ্তরের সচিব ব্রিজেশ পান্ডে।

রবিবার আগরতলা প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলনে সচিব ব্রিজেশ পান্ডে জানান, জনজাতি ছাত্র-ছাত্রীদের প্রি-মেট্রিক এবং পোস্ট-ম্যাট্রিক স্কলারশিপের জন্য এনএসপি পোর্টালের মাধ্যমে মোট ৩৫ হাজার ৬৬৫ জন ছাত্রছাত্রী আবেদন করেন। এরমধ্যে ৩০ হাজার ৬০২ জনকে যথারীতি স্কলারশিপ এর টাকা প্রদান করা হয়েছে। এখন পর্যন্ত স্কলারশিপ এর জন্য আবেদনকারীদের মধ্যে ৮৫.৮০ শতাংশ আবেদনকারী টাকা পেয়ে গেছেন। বাকি ৪ হাজার ৯৬৬ জনের মধ্যে ২ হাজার ৪৫৬ জনের আবেদনপত্র বৈধ রয়েছে। কিন্তু তাদের আধার কার্ডের সাথে ব্যাংকের একাউন্ট নম্বর লিংক করা হয়নি। এরই মধ্যে ১ হাজার ৪৬৮ জন আধার লিঙ্ক করে নিয়েছেন। তাদের পেমেন্ট প্রক্রিয়া শুরু হয়ে গেছে। বুধবারের মধ্যে তারা স্কলারশিপের টাকা পেয়ে যাবেন বলে জানান তিনি।

জনজাতি কল্যাণ দপ্তরের সচিব আরো জানান, বুধবারের মধ্যেই প্রায় ৯০% ছাত্রছাত্রীর স্কলারশিপের টাকা পেয়ে যাবেন। বাকি ২৪৫৬ জনের মধ্যে ৯৮৮ জনের ব্যাংক একাউন্টের সাথে আধার লিঙ্ক হয়নি। এছাড়া ২৫১০ জনের মধ্যে ২ হাজার ২১২ জন ছাত্রছাত্রী বহিঃরাজ্যে পড়াশোনা করছেন এবং ২৯৮ জন ছাত্রছাত্রী রাজ্যে পড়াশোনা করছেন। তাদের পূরণ করা ফর্মে বিভিন্ন বিষয় নিয়ে ঘোর সন্দেহ রয়েছে বলে জানান তিনি। তাদের মধ্যে কেউ ভুল ইনকাম সার্টিফিকেট প্রদান করেছেন। কেউ কেউ আবার যে বিদ্যালয়ে পড়াশোনা করছেন বলে উল্লেখ করেছেন ভেরিফিকেশনে দেখা গেছে তারা সেই বিদ্যালয়ের পড়ুয়া নন।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *