প্রত্যন্ত জনপদে নির্মীয়মান কোটি টাকার ওয়াটার ট্রিটমেন্ট প্লেন্ট পরিদর্শন করলেন মন্ত্রী বিকাশ দেববর্মা

তেলিয়ামুড়া, ২৭ অক্টোবর : জল জীবন মিশনের অঙ্গ হিসাবে পানীয় জল পৌঁছে দেওয়ার জন্য তেলিয়ামুড়া মহকুমার প্রত্যন্ত মুঙ্গিয়াকামি ব্লকের অধীন নোনাছড়া এডিসি ভিলেজের কর্নরাম রিয়াং ও প্রজাবহাদূর মলসম পাড়াতে রবিবার ওয়াটার ট্রিটমেন্ট প্লেন্টের কাজ পরিদর্শন করলেন মন্ত্রী বিকাশ দেববর্মা ডিডব্লিউএস দপ্তরের আধিকারিকদের নিয়ে।

তেলিয়ামুড়া শহর থেকে প্রায় ৫০ কিলোমিটার পাহাড়ি পথ অতিক্রম করে পৌঁছতে হয় মুঙ্গিয়াকামি আর ডি ব্লকের অধীন নোনাছড়া এডিসি ভিলেজের কর্নরাম রিয়াং পাড়ায়। বর্তমানে ওই এলাকায় বসবাসকারী জনজাতি পরিবারগুলির জুম চাষের উপর নির্ভর করে জীবন জীবিকা। ভোটের সময় বিভিন্ন রাজনৈতিক দলগুলি প্রতিশ্রুতি দিয়ে থাকলেও প্রতিশ্রুতি পূরণে এগিয়ে আসেনি ভোট শেষে।

২০২৩ সালের বিধানসভা নির্বাচনে প্রচারে গিয়ে মন্ত্রী বিকাশ দেববর্মা প্রতিশ্রুতি দিয়েছিলেন পানীয় জলের ব্যবস্থা করা হবে। সেই প্রতিশ্রুতি অনুযায়ী কর্নরাম রিয়াং পাড়াতে জল জীবন মিশন প্রকল্পে এক কোটি একত্রিশ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে ‌ওয়াটার ট্রিটমেন্ট প্লেন্ট। রবিবার ডিডব্লিউএস দফতরের আধিকারিক, মুঙ্গিয়াকামি ব্লকের ভিডিও দীপ্তনু দেববর্মা সহ জন প্রতিনিধিদের নিয়ে নির্মাণ কাজ পরিদর্শন করেন মন্ত্রী বিকাশ দেববর্মা।

একই দিনে একই এডিসি ভিলেজের প্রজাবাহাদুর মলসুম পাড়ায় প্রাকৃতিক কারণে বন্ধ হয়ে পড়া নব নির্মিত ওয়াটার ট্রিটমেন্ট প্লেন্ট পুনরায় দ্রুত চালু করার জন্য পরিদর্শন করেন। পরিদর্শন কালে মন্ত্রী বিকাশ দেববর্মা জানান, বর্তমান রাজ্য সরকার জনজাতি অধ্যুষিত এলাকার সমস্যাগুলি দূরীকরণের জন্য বিভিন্ন প্রকল্পের মাধ্যমে কাজ করে যাচ্ছে। আগামীদিন এলাকাগুলিতে সরকারি উদ্যোগে অরো সুযোগ সুবিধা পৌঁছে দেওয়া হবে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *