পাঁচ দফা দাবিতে বিলোনিয়ায় মিছিল যুব কংগ্রেসের, জেলা শাসককে স্মারকলিপি

বিলোনিয়া, ২৫ অক্টোবর : বেকার যুবক যুবতীদের স্বার্থে কর্মসংস্থানের দাবি নিয়ে প্রদেশ যুব কংগ্রেস সভাপতি নীলকমল সাহার উপস্থিতিতে বিলোনিয়াতে সরব হল কংগ্রেস। শুক্রবার দুপুর তিনটা নাগাদ বিলোনিয়া কংগ্রেস ভবন থেকে পাঁচ দফা দাবির ভিত্তিতে এক মিছিল সংগঠিত করে। মিছিল থানা চৌমুহনী, পুরাতন মোটরষ্ট্যান্ড, এক নং টিলা, বিদ্যাপীঠ কর্নার হয়ে বনকর কৃষ্ণ মূর্তির পাদদেশে এসে শেষ হয়। সেখানে হয় সভা।

সভায় উপস্থিত নেতৃত্বরা পাঁচ দফা দাবির উপর বিস্তারিত ভাবে আলোচনা করেন এবং বর্তমান সরকারের তীব্র সমালোচনা করে নেতৃত্বরা বলেন বিজেপি সরকার বেকার বিরোধী সরকার। প্রতিশ্রুতি দিয়েও প্রতিশ্রুতি রাখেনি। সভা শেষে যব কংগ্রেসের এক প্রতিনিধি দল পাঁচ দফা দাবি সনদ নিয়ে দক্ষিণ জেলার জেলা শাসকের হাত দিয়ে মূখ্যসচিবের নিকট প্রেরণ করে।

পাঁচ দফা দাবিগুলি হল সুষ্ঠ নিয়োগ নীতির মাধ্যমে রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরের শূন্য পদগুলি অবিলম্বে পূরন করতে হব। আউটসোর্সিং কিংবা ফিক্সড নয় রেগুলার স্কেলে চাকরি প্রদান করতে হবে। কল কারখানা ও শিল্প স্থাপনের মাধ্যমে বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। শুধু স্লোগান নয় নেশা কারবারিদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার ডাক দিক রাজ্য সরকার। এছাড়া আরো অন্যান্য দাবি নিয়ে মোট পাঁচ দফা দাবিতে হয় এদিনের কর্মসূচি।

জেলা যুব কংগ্রেসের আয়োজিত কর্মসূচিতে উপস্থিত ছিলেন যুব কংগ্রেসের প্রদেশ সভাপতি নীল কমল সাহা, জেলা কংগ্রেস সভাপতি মৃদুল পাটারি, ব্লক কংগ্রেস সভাপতি দেবাশীষ মজুমদার, যুব কংগ্রেসের নেতৃত্ব অজিতাভ মজুমদার সহ কংগ্রেস দলের বিভিন্ন স্তরের নেতৃত্ব কর্মী ও সমর্থকরা।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *