সম্প্রীতি, শান্তি ও একতার বার্তা দিতে পশ্চিম ত্রিপুরা জেলা পুলিশের একতা দৌড়

আগরতলা, ২৬ অক্টোবর : সম্প্রীতি, শান্তি ও একতার বার্তা ছড়িয়ে শনিবার একতা দৌড়ের আয়োজন করে পশ্চিম ত্রিপুরা জেলা পুলিশ। রাজধানীর এডি নগরস্থিত মনোরঞ্জন দেববর্মা স্মৃতি ময়দান থেকে এই একতা দৌড় শুরু হয়। সর্দার বল্লভ ভাই প্যাটেলের জন্মদিনকে সামনে রেখে এই একতা দৌড়ের আয়োজন করা হয়েছে বলে জানান পশ্চিম জেলার পুলিশ সুপার ডঃ কিরণ কুমার কে।

সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে ৬৫ তম জাতীয় পুলিশ স্মৃতি দিবস। জাতীয় পুলিশ স্মৃতি দিবস উপলক্ষে ২১ অক্টোবর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত বিভিন্ন কর্মসূচির আয়োজন করেছে আরক্ষা দপ্তর। এর মধ্যে সর্দার বল্লভ ভাই প্যাটেলের জন্মদিন উদযাপনও একটি অন্যতম কর্মসূচি। এই কর্মসূচি উপলক্ষে শনিবার রাজধানী আগরতলায় একতা দৌড়ের আয়োজন করেছে পশ্চিম জেলা পুলিশ প্রশাসন।

এদিন সকালে রাজধানীর এডি নগরস্থিত মনোরঞ্জন দেববর্মা স্মৃতি ময়দান থেকে এই একতা দৌড় শুরু হয়। পশ্চিম জেলার পুলিশ সুপার ডঃ কিরণ কুমার কে সহ আরক্ষা দপ্তরের আধিকারিকরা এই রান ফর ইউনিটি বা একাতা দৌড়ে অংশগ্রহণ করেন। এই প্রসঙ্গে পশ্চিম জেলার পুলিশ সুপার জানান, দেশকে ঐক্যবদ্ধ রাখার জন্য আজীবন প্রয়াস চালিয়ে গেছেন সর্দার বল্লভ ভাই প্যাটেল। তাঁর জন্মদিনকে সামনে রেখে আরক্ষা দপ্তরের উদ্যোগে সাইকেল রেলি থেকে শুরু করে বাইক রেলি এবং একতা দৌড়ের আয়োজন করা হয়েছে।

রাজধানীর এডি নগরস্থিত মনোরঞ্জন দেববর্মা স্মৃতি ময়দান থেকে এই একতা দৌড় শুরু হয়। রাজ্য পুলিশের সদর দপ্তর পর্যন্ত গিয়ে অংশগ্রহণকারীরা পুনরায় এডিনগরস্থিত পুলিশ মাঠে ফিরে আসেন।রাজ্য পুলিশের পশ্চিম জেলায় কর্মরত বিভিন্ন থানার ওসি এবং পুলিশ কনস্টেবল এই রান ফর ইউনিটি বা একতা দৌড়ে অংশগ্রহণ করেন।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *