নয় কোটি টাকার জমি প্রতারণায় আটক রাজেশ ত্রিপুরার সাগরেদ মঙ্গল কলই এর বিরুদ্ধে মামলা

আগরতলা, ২৬ অক্টোবর : নয় কোটি টাকার প্রতারণা মামলায় আটক রাজেশ ত্রিপুরার সাগরেদ মঙ্গল কলই এর বিরুদ্ধে জমি সংক্রান্ত বিষয়ে পূর্ব আগরতলা থানায় মামলা দায়র করা হয়েছে। মঙ্গল কলই এবং রাজেশ ত্রিপুরা জমির কেনাবেচা বিষয় নিয়ে সাধন নোয়াতিয়া নামে এক ব্যক্তির কাছ থেকে দেড় লাখ টাকা নেওয়ার অভিযোগ উঠেছে। সাধন নোয়াতিয়া টাকাগুলি পাঠিয়েছে মঙ্গল কলইয়ের ব্যাংক একাউন্টে। এমনই অভিযোগ করে গত ২১ অক্টোবর পূর্ব আগরতলা থানায় মামলা করেন প্রতারিত ব্যক্তি সাধন নোয়াতিয়া।

প্রসঙ্গত গত ১৮ অক্টোবর রাতে নয় কোটি টাকার জমি প্রতারণা মামলায় রাজেশ ত্রিপুরাকে গ্রেফতার করে পশ্চিম আগরতলা থানার পুলিশ।তারপর দুই দফায় ছয় দিনের জন্য রাজেশ ত্রিপুরাকে পুলিশ রিমান্ডে পাঠায় আদালত। ছয় দিন পুলিশ রিমান্ডের শেষে রাজেশ ত্রিপুরাকে শুক্রবার আদালতে তোলা হলে আরো ১৪ দিনের জুডিশিয়াল কাস্টডিতে পাঠায় আদালত।

এরই মাঝে ৯ কোটি টাকার জমি প্রতারণা মামলায় রাজেশ ত্রিপুরা এবং তার সাগরেদ বলে পরিচিত মঙ্গল কলই এর বিরুদ্ধে জমি সংক্রান্ত বিষয়ে পূর্ব আগরতলা থানায় মামলা করা হয়। মঙ্গল কলই এবং রাজেশ ত্রিপুরা জমির কেনাবেচা বিষয় নিয়ে যাত্রাপুরের তুলাতলী এলাকার সাধন নোয়াতিয়া নামে এক ব্যক্তির কাছ থেকে দেড় লাখ টাকা নেওয়ার অভিযোগ উঠেছে। মঙ্গল কলই জরানি নিউজ নামে ইউটিউব চ্যানেল চালায়। মামলা হওয়ার পর বাড়ি থেকে পলাতক প্রতারক মঙ্গল কলই। রাজেশ ত্রিপুরা এবং মঙ্গল কলই সহ মধু দেববর্মা নামে আরেক ইউটিউবার, এই তিনজনের বিরুদ্ধে রাজ্যের বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের কাছ থেকে খবর পরিবেশন করার ভয় দেখিয়ে টাকা তোলার অভিযোগ উঠেছে। এর আগেও গত ৩১ আগস্ট মধু দেববর্মার নামে করবুক থানায় হয়েছে মামলা।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *