আগরতলা থেকে বিশালগড় যাওয়ার পথে গাড়ি আটকে প্রচুর শব্দবাজি বাজেয়াপ্ত করল আমতলি থানার পুলিশ

আগরতলা, ২৪ অক্টোবর : বিপুল পরিমাণে শব্দবাজি আটক করল আমতলি থানার পুলিশ। আগরতলা থেকে বিশালগড় নিয়ে যাওয়া হচ্ছিল এই বাজি। গাড়িতে তল্লাশি চালিয়ে পুলিশ বাজিগুলি বাজেয়াপ্ত করেছে।

প্রসঙ্গত, রাজ্যের বিভিন্ন জায়গায় বিভিন্ন সময়ে আরক্ষা প্রশাসন সহ সাধারণ প্রশাসনের তরফ থেকে শব্দবাজি বিরোধী অভিযান চালানো হয়। বুধবার রাতে আমতলি থানার সেকেন্ড অফিসার মৃণাল পালের কাছে একটি নির্দিষ্ট গোপন খবর ছিল। সেই গোপন খবরের ভিত্তিতে থানার সেকেন্ড অফিসার মৃণাল পাল সহ এসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর গোপাল দাস এবং থানার অন্যান্য পুলিশ কর্মীরা থানার সামনের নাকা পয়েন্টে চেকিংয়ে বসেন।

সেই সময় আগরতলার মহারাজগঞ্জ বাজার থেকে আসা টি আর ০৫ এ ১৭১৩ নম্বরের একটি গাড়িতে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণে শব্দবাজি বাজেয়াপ্ত করা হয়। থানার সেকেন্ড অফিসার মৃণাল পাল জানিয়েছেন, গাড়ি চালক উদ্ধারকৃত শব্দবাজির কোন বৈধ কাগজপত্র দেখাতে পারেনি। তিনি আরো জানিয়েছেন উদ্ধারকৃত শব্দবাজিগুলির আনুমানিক বাজার মূল্য প্রায় ৪০ হাজার টাকা। বাজিগুলি বিশালগড়ের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। এই ব্যাপারে আমতলী থানার পুলিশ আইনগত পদক্ষেপ গ্রহণ করবে বলে জানিয়েছেন মৃণাল পাল।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *