গোকুলনগর রাস্তারমাথায় গাঁজা বোঝাই গাড়ি সহ গ্রেপ্তার নেশা কারবারি

আগরতলা, ২৫ অক্টোবর (হি.স.) : গোকুলনগর রাস্তার মাথা এলাকায় গাঁজা বোঝাই গাড়ি সহ গ্রেপ্তার এক। ঘটনা শুক্রবার সকালে। জানা গিয়েছে, টিআর০৮এ০৭১৬ নম্বরের একটি গাড়িতে ৫২ কেজি ৫০০ গ্রাম গাঁজা বোঝাই করে আগরতলার নরসিংগড় থেকে মধুপুর যাওয়ার পথে গোকুলনগর রাস্তারমাথায় এলাকায় পুলিশের হাতে আটক এক যুবক।

পরবর্তী সময়ে ঘটনার খবর পেয়ে ছুটে যায় ডিসিএম প্রসেনজিৎ দাস, বিশালগড় থানার ওসি সঞ্জিত সেন সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা। স্থানীয় ব্যবসায়ী সহ পথচারী এবং আধিকারিকদের উপস্থিতিতে গাড়িটি তল্লাশি করে গাড়ি থেকে ৪টি বস্তায় ৫২ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করে গাড়ি চালক আশীষ দাসকে গ্রেফতার করে।

পরবর্তী সময়ে গাঁজা বোঝাই গাড়ি সহ চালককে বিশালগড় থানায় নিয়ে যায় পুলিশ। এনডিপিএস আইনে মামলা গ্রহণ করে বিশালগড় থানার পুলিশ। গাঁজাগুলি তিন নেশাকারবারি মিলিত ভাবে মধুপুর হয়ে সীমান্ত এলাকা দিয়ে বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল। গাঁজাগুলির মালিক মধুপুর বাজারে ডেকোরেটরের ব্যবসার আড়ালে প্রতিনিয়ত নেশা বাণিজ্য চালিয়ে যাওয়া বুড়ো বণিক, দেবজিৎ সরকার ও আশীষ দাসের। এই তিন নেশা কারবারি প্রতিনিয়ত গোটা এলাকায় ইয়াবা ট্যাবলেট, ড্রাগসের ইনজেকশন ও বিভিন্ন নেশা সামগ্রীর ব্যবসা চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ।

গাঁজা বোঝাই যে গাড়িটি পুলিশ আটক করেছে সেই গাড়িটির মালিক দেবজিৎ সরকার। তিনজন পার্টনার একত্রিত ভাবে শাসক দলের দোহাই দিয়ে প্রতিনিয়ত এই নেশা বাণিজ্য চালিয়ে যাচ্ছে। আশীষ দাস এদিন সকালবেলায় দেবজিৎ সরকারের গাড়িটি নিয়ে নরসিংগড় থেকে গাঁজা বোঝাই করে মধুপুরের উদ্দেশ্যে নিয়ে আসার পথে পুলিশের হাতে ধরা পড়ে। এদিকে আশীষ দাস গাঁজা সহ পুলিশের হাতে ধরা পড়তেই এলাকা থেকে গা ঢাকা দিয়েছে দেবজিৎ সরকার ও বুড়ো বণিক।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *