আগরতলা, ২৫ অক্টোবর : উত্তর ত্রিপুরা জেলার দশদা কাঞ্চনপুরের আনন্দবাজার থানার অধীন আশাপাড়ার জঙ্গলে রহস্যজনকভাবে আহত ব্যক্তির মৃত্যু হয়েছে আগরতলায় জিবি হাসপাতালে আনার পথে৷ মৃত ব্যক্তির নাম অদিরাই রিয়াং৷ তবে পরিবারের লোকজনের দাবি গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয়েছে অদিরাই রিয়াংয়ের৷
শুক্রবার আগরতলায় জিবি হাসপাতালের চিকিৎসক জানিয়েছেন, যখন রোগীকে হাসপাতালে নিয়ে আসা হয়েছে তখন মৃত অবস্থায় পাওয়া যায়৷ দশদা হাসপাতাল থেকে রোগীকে আগরতলায় জিবি হাসপাতালে রেফার করা হয়েছিল বলে জানিয়েছেন চিকিৎসক৷ রোগীর ব্লাড প্রেসার, পালস কিছুই পাওয়া যায়নি৷ ইসিজি করার পর নিশ্চিত হওয়া গিয়েছে যে ওই রোগীকে মৃত অবস্থায় আনা হয়েছে৷ তবে রোগীর একটি পায়ে আঘাতের চিহ্ণ পাওয়া গিয়েছে৷ তবে সেটি গুলিবিদ্ধ হওয়ার নাকি অন্য কোন কিছু তা ময়নাতদন্তের পর জানা যাবে বলে জানিয়েছেন চিকিৎসক৷
এদিকে, রোগীর পরিবারের লোকজন জানিয়েছেন বৃহস্পতিবার দুপুরের দিকে জঙ্গলে গিয়েছিলেন অদিরাই ত্রিপুরা সব্জি সংগ্রহ করার জন্য৷ রাত আটটা নাগাদ অদিরাই বাড়ি ফিরে না আসায় পরিবারের লোকজন অদিরাই রিয়াংকে মোবাইলে কল করেছিলেন৷ তখন অদিরাই নাকি জানিয়েছিলেন তার পায়ে গুলি লেগেছে৷ রক্তাক্ত অবস্থায় জঙ্গলে পড়ে রয়েছে৷ সেই মোতাবেক পরিবারের লোকজন জঙ্গলে ছুটে যায়৷ গুরুতর অসুস্থ অবস্থায় অদিরাই রিয়াংকে দশদা হাসপাতালে নিয়ে যায়৷ সেখানে প্রাথমিক চিকিৎসার পর আগরতলায় জিবি হাসপাতালে রেফার করা হয়েছে৷