সোনামুড়া সীমান্তে বাংলাদেশি দালালকে গ্রেফতার করল আগরতলা জিআর থানার পুলিশ

আগরতলা, ২৪ অক্টোবর : গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মানব চোরাচালানের সাথে জড়িত এক বাংলাদেশি দালালকে গ্রেফতার করল আগরতলা জিআর থানার পুলিশ। বুধবার গভীর রাতে সোনামুড়া থানাধীন নিউ এনসি নগর এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। তার বিরুদ্ধে আগরতলা জিআর থানায় মামলা রয়েছে।

মুখ্যমন্ত্রীর নির্দেশ পাওয়ার পর মানব পাচারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে শুরু করেছে আগরতলা জিআর থানার পুলিশ। সেই মত গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আগরতলা জিআর থানার পুলিশ বুধবার গভীর রাতে সোনামুড়া থানাধীন নিউ এনসি নগর এলাকা থেকে মানব পাচারের সাথে যুক্ত এক বাংলাদেশি দালালকে গ্রেফতার করতে সক্ষম হয়। আগরতলা জিআর থানার একটি মামলায় তার নাম রয়েছে। দীর্ঘদিন ধরে পুলিশ তাকে খুঁজছিল।

বুধবার জিআর থানার পুলিশ গোপন সূত্রে খবর পায় গভীর রাতে বাংলাদেশি দালাল মোঃ রাহুল আমিন একদল বাংলাদেশি নাগরিককে সোনামুড়া থানাধীন নিউ এন সি নগরের কাঁটাতারের বেড়ার ১০ নম্বর গেইট সংলগ্ন এলাকা দিয়ে অবৈধভাবে ত্রিপুরায় অনুপ্রবেশ করাবে। এই খবর পেয়ে জিআর থানার পুলিশ সোনামুড়া থানা এবং বিএসএফের সহযোগিতা নিয়ে সন্ধ্যা রাত থেকে এনসি নগরের সংশ্লিষ্ট এলাকায় নজরদারি চালায়। সন্ধ্যা রাতেই একদল বাংলাদেশি নাগরিক সংশ্লিষ্ট এলাকা দিয়ে সোনামুড়ায় প্রবেশের চেষ্টা করে। কিন্তু আরক্ষা কর্মীদের উপস্থিতি টের পেয়ে তারা পিছু হঠতে বাধ্য হয়। পরে গভীর রাতে বাংলাদেশি দালাল মোঃ রাহুল আমিন ১০ নম্বর গেটের নিকট দিয়ে যাওয়ার সময় পুলিশ তাকে গ্রেফতার করে।

বৃহস্পতিবার আগরতলার জিআর থানার ওসি তাপস দাস এই সংবাদ জানিয়ে বলেন, বাংলাদেশের দালাল ধৃত মোঃ রাহুল আমিন কুমিল্লা এবং ব্রাহ্মণবাড়িয়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে বাংলাদেশি নাগরিকদের অনুপ্রবেশ করাত। তার সাথে একাধিক ভারতীয় দালাল যুক্ত রয়েছে। আগরতলা জিআর থানার পুলিশ বৃহস্পতিবার পুলিশ রিমান্ডের আবেদন জানিয়ে ধৃত মোঃ রাহুল আমিনকে আদালতে সোপর্দ করেছে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *