সিপিআইএম ও কংগ্রেসের উপর আস্থা হারাচ্ছেন জনজাতি অংশের মানুষ : মন্ত্রী বিকাশ দেববর্মা

তেলিয়ামুড়া, ২৪ অক্টোবর : সিপিআইএম ও কংগ্রেসের উপর দিনের পর দিন আস্থা হারাচ্ছে জনজাতি অংশের মানুষ। এই দুই রাজনৈতিক দলের রাজনৈতিক পরিকাঠামো জনস্বার্থ বিরোধী থাকায় যুবক-যুবতীসহ আশির ঊর্ধে মানুষজন বিজেপি দলের সদস্যতা গ্রহণ করছেন প্রতিদিন। একথাগুলি বলেছেন জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা।

বৃহস্পতিবার ২৯ কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের বিভিন্ন প্রত্যন্ত এলাকায় বসবাসকারী জনজাতি অংশের মানুষ মন্ত্রী বিকাশ দেববর্মার হাত ধরে অনলাইন এবং অফলাইনের মাধ্যমে বিজেপির সদস্য পদ গ্রহণ করেন। এদিন বিজেপি ২৯ কৃষ্ণপুর মন্ডলের সদস্যতা অভিযানের অঙ্গ হিসাবে চাকমাঘাটস্থিত মন্ডল অফিসে এবং মুঙ্গিয়াকামী বাজার এলাকায় সদস্য পদ গ্রহণ করেন জনজাতি অংশের মানুষ।

এই সদস্যতা অভিযান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা। এছাড়াও উপস্থিত ছিলেন বিজেপি খোয়াই জেলার সম্পাদক বিজন কর, প্রাক্তন মন্ডল সভাপতি নির্মল সরকার, মন্ডলের একনিষ্ঠ কার্যকর্তা শুভ্রাংশ অধিকারী, যুব মোর্চার সভাপতি নির্মল দেবনাথ সহ মন্ডল সহ-সভাপতি রঞ্জিত সরকার সহ বিজেপির অন্যান্য নেতৃত্বরা।

এদিকে দীর্ঘদিনের সিপিএম করে আসা জনজাতি অংশের মানুষ বিজেপির সদস্য পদ গ্রহণ করেন উদ্দীপনার মধ্য দিয়ে। মন্ত্রী বিকাশ দেববর্মা নিজের হাতেই যুবক যুবতীসহ বৃদ্ধ বৃদ্ধাদের অফলাইন এবং অনলাইন এর মাধ্যমে বিজেপি সদস্য পদ প্রদান করেন। মন্ত্রী বিকাশ দেববর্মা জানান, বিগত সরকারের প্রশাসনিক ব্যবস্থায় জনজাতি অংশের মানুষজনের তেমন উন্নয়ন হয়নি। তাই অন্যান্য দলের উপর আস্থা হারিয়ে প্রতিদিনই বিজেপির সদস্য পদ গ্রহণ করছেন।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *