তেলিয়ামুড়া, ২৪ অক্টোবর : পানীয় জলের দাবীতে জাতীয় সড়ক অবরোধ৷ খোয়াই জেলার মুঙ্গিয়াকামী থানার অধীন ৩৬ মাইল এলাকায় বৃহস্পতিবার জনজাতি অংশের নারী পুরুষ কলসি-বালতি ইত্যাদি নিয়ে জাতীয় সড়কে অবরোধ আন্দোলন গড়ে তুলেন৷ এই অবরোধে আটকা পড়েন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহার কনভয়৷ দীর্ঘসময় অবরোধ চলতে থাকে৷ পরে পুলিশ ও প্রশাসনের আশ্বাসে অবরোধ প্রত্যাহার করে নেয়া হয়৷
জানা গিয়েছে মুঙ্গিয়াকামীর ৩৬ মাইল এলাকায় প্রায় সত্তরটি পরিবার গত একমাস যাবৎ পানীয় জলের সমস্যায় ভুগছিলেন৷ ছড়া ও পাহাড়ের ঝর্ণার জল ব্যবহার করছিলেন৷ এই সমস্যা নিরসনে এডিসি প্রাশাসন কিংবা রাজ্য প্রাশাসন কারোর তরফ থেকে কোন উদ্যোগ নেওয়া হয়নি৷ বাধ্য হয়ে এদিন শতাধিক নারী পুরুষ আচমকা জাতীয় সড়ক অবরোধ করেন৷ অবরোধের ফেল জাতীয় সড়কের উভয় দিকে প্রচুর সংখ্যায় যানবাহন আটকা পড়ে যায়৷ খবর পেয়ে সেখানে পৌঁছে মুঙ্গিয়াকামী থানার পুলিশ৷ অবরোধকারীদের সাথে আলোচনা করে অবরোধ প্রত্যাহারের আবেদন জানানো হয়৷ কিন্তু একাংশ জনজাতি অংশের মহিলা অত্যন্ত ক্ষিপ্ত হয়ে উঠেন৷ তারা কোনভাবেই অবরোধ প্রত্যাহার করতে রাজি হয়নি৷ এদিক, তখন অবরোধে আটকা পড়েন মুখ্যমন্ত্রীর কনভয়৷ পরে প্রশাসনের তরফ থেকে আশ্বাস দেওয়া হলে অবরোধ প্রত্যাহার করে নেওয়া হয়৷