হরিশনগর চা বাগান এলাকায় রেলে কাটা পড়ে যুবকের মৃত্যু, আত্মহত্যা না দূর্ঘটনা ধন্ধে পুলিশ

আগরতলা, ২১ অক্টোবর : রেলে লাইনে যুবকের মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে বিশালগড়ের হরিশনগর চা বাগান এলাকায়৷ ঘটনাটি ঘটেছে সোমবার সন্ধ্যায়৷ খবর লেখা পর্যন্ত মৃত যুবকের পরিচয় জানা যায়নি৷ এটি দূর্ঘটনা নাকি আত্মহত্যা এনিয়ে ধন্ধে রয়েছে পুলিশ৷

পুলিশ সূত্রে জানা গিয়েছে, সাব্রুম থেকে আগারতলাগামী ডেমু ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে৷ হরিশনগর চা বাগান এলাকায় ঘটনাটি ঘটেছে৷ পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেছে৷ পুলিশ এবং এলাকার লোকজন জানিয়েছেন মৃত যুবক ওই এলাকার নয়৷ পুলিশ তথ্য অনুসন্ধানের চেষ্টা করছে মৃত যুবককে সনাক্ত করার জন্য৷ তবে যে পরিস্থিতিতে মৃতদেহটি পাওয়া গিয়েছে তাতে পুলিশের অনুমান এটি আত্মহত্যা৷ তবে নিশ্চিত করে বলা যাচ্ছে না আত্মহত্যা নাকি দূর্ঘটনা৷ তবে কিছু সময়ের জন্য ট্রেনটি বিলম্বিত হয়েছে৷

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *