বিশালগড়, ২২ অক্টোবর : সিপাহীজলা জেলার চড়িলাম বাজারে সোমবার রাতে বিজেপির কর্মী চন্দ্রজিৎ দেবনাথের উপর আগ্নেয়াস্ত্র নিয়ে আক্রমণ করার অভিযোগে অভিযুক্ত তিপ্রা মথা কর্মী তথা আইনজীবী জাকির হোসেনকে গ্রেফতার করার দাবিতে মঙ্গলবার দুপুরে বিশালগড় থানা ঘেরাও করেন চড়িলাম বিজেপি মন্ডল সভাপতি রাজকুমার দেবনাথের নেতৃত্বে বিজেপি কার্যকর্তা সহ চড়িলাম এলাকাবাসী।
এদিন বিশালগড় থানা ঘেরাও করার সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার রাজীব সূত্রধর, থানার ওসি সঞ্জিত সেন সহ প্রচুর সংখ্যায় পুলিশ। বিজেপি কর্মীদের দাবি প্রতিনিয়ত চড়িলাম বাজার এলাকায় অভিযুক্ত আইনজীবী তিপ্রা মথা দলের কর্মীর নাম পরিচয় দিয়ে একাধিক বিজেপি কর্মীদের ওপর প্রতিনিয়ত আক্রমণ করেন এবং বিজেপি কর্মীদের দোকান চিহ্নিত করে লুটপাট চালান। পূর্বে কংগ্রেস দলটাকে একেবারে তছনছ করে দিয়ে বিভিন্ন মামলা-মোকদ্দমা থেকে এমনকি ছিনতাইয়ের কাণ্ডে জড়িত জাকির হুসেন আইনের গেঁড়াকল থেকে বাঁচার লক্ষ্যে তিপ্রা মথা মাইনোরিটি সেলের চেয়ারম্যান শাহ আলমের হাত ধরে প্রদ্যোৎ কিশোর দেববর্মার দলে যোগদান করেন। গোটা চড়িলাম বিধানসভা এলাকায় তান্ডব চালান। অবিলম্বে জাকির হুসেনকে গ্রেফতার করার দাবি জানানো হয়। পরে পুলিশের আশ্বাসে আন্দোলন প্রত্যাহার করে বিজেপি কর্মী সমর্থকরা।