আগরতলা, ২২ অক্টোবর : করোনা অতিমারির সময়ে দেশ এবং রাজ্যের অনেক শিশুরাই অকালে তাদের পিতা-মাতা হারিয়েছে। এই সমস্ত অসহায় এবং অনাথ শিশুদের সঠিকভাবে বড় করে তোলার লক্ষ্যকে সামনে রেখে ২০২১ সালে কেন্দ্রীয় সরকার মিশন বাৎসল্য শীর্ষক একটি প্রকল্প গ্রহণ করে। বর্তমানে এই প্রকল্পটি বাস্তবায়নে দেশব্যাপী কাজ করে চলছে মিরাকল ফাউন্ডেশন অব ইন্ডিয়া।
এই সংস্থা এবং রাজ্য শিশু সুরক্ষা কমিশনের উদ্যোগে মঙ্গলবার একটি কর্মশালার আয়োজন করা হয়। রাজধানীর একটি বেসরকারি হোটেলে আয়োজিত এই কর্মশালায় উপস্থিত ছিলেন রাজ্য শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপার্সন জয়ন্তী দেববর্মা, ভলেন্টিয়ারী হেলথ অ্যাসোসিয়েশনের চেয়ারপার্সন সুলেখা রায়, মিরাকল ফাউন্ডেশন অফ ইন্ডিয়ার আধিকারিক সহ অন্যান্যরা।
এই কর্মশালা প্রসঙ্গে রাজ্য শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপার্সন জয়ন্তী দেববর্মা জানান, কোভিডের কারণে অনাথ হয়ে যাওয়া অসহায় শিশুদের সঠিকভাবে বড় করে তোলার লক্ষ্যকে সামনে রেখেই কেন্দ্রীয় সরকার মিশন বাৎসল্য প্রকল্প গ্রহণ করেছে। এই প্রকল্প রাজ্যে সঠিকভাবে কার্যকরি করে তোলার জন্য এই ধরনের কর্মশালার আয়োজন করা হয়েছে বলে জানান তিনি।