আগরতলা, ২১ অক্টোবর : নেশা নয় চাকরি চাই -এই স্লোগানকে সামনে রেখে সোমবার কর্ম বিনিয়োগ ও জনশক্তি দপ্তরের সামনে বিক্ষোভ প্রদর্শন করল যুব কংগ্রেস কর্মী সমর্থকরা। এদিন যুব কংগ্রেস নেতৃবৃন্দ জানান ,আগামী দিনে একই দাবিতে তারা রাজ্যের সবকটি সাংগঠনিক জেলাতে বিক্ষোভ কর্মসূচি পালন করবে।
কর্মসংস্থানের দাবিতে সোমবার আগরতলার কর্ম বিনিয়োগ ও জনশক্তি দপ্তরের সামনে বিক্ষোভ প্রদর্শন করেছে যুব কংগ্রেস। এই কর্মসূচি উপলক্ষে এদিন কংগ্রেস ভবনের সামনে থেকে যুব কংগ্রেসের কর্মী সমর্থকরা একটি বিক্ষোভ মিছিল সংঘটিত করে। মিছিলটি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে কর্ম বিনিয়োগ ও জনশক্তি দপ্তরের সামনে যায়। সেখানে যুব কংগ্রেস কর্মী সমর্থকরা বিভিন্ন দপ্তরে শূন্য পদে লোক নিয়োগের দাবিতে বিক্ষোভ প্রদর্শন করেন।
এই প্রসঙ্গে যুব কংগ্রেস নেতৃত্ব জানান, নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার এবং ডাবল ইঞ্জিনের ত্রিপুরা সরকারের সময়ে দেশ ও রাজ্যে বেকারের সংখ্যা সর্বাধিক বৃদ্ধি পেয়েছে। রাজ্যকে দেশের মধ্যে নেশার করিডোর হিসেবে পরিগণিত করা হয়েছে। কিন্তু বেকাররা নেশা নয় কাজ বা চাকরি চান। কাজের দাবিতে যুব কংগ্রেসের সর্বভারতীয় কর্মসূচির অঙ্গ হিসেবে রাজ্যেও এই কর্মসূচি পালন করা হচ্ছে বলে জানান তিনি।
যুব কংগ্রেস নেতৃত্ব আরো জানান ,আগামী দিনে রাজ্যের সবকটি সাংগঠনিক জেলাতেই এই দাবিকে সামনে রেখে আন্দোলন সংঘটিত করবে যুব কংগ্রেস। এদিন মূলত পশ্চিম জেলা যুব কংগ্রেসের উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়।