আগরতলায় উড়ালপুলে ইকো, অটো ও বাইকের সংঘর্ষে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন বাইক চালক

আগরতলা, ২১ অক্টোবর : রাজধানী আগরতলা শহরের ফ্লাইওভারে বেপরোয়া ইকো গাড়ি, অটো এবং বাইকের সংঘর্ষে গুরুতর আহত হয়েছেন বাইক চালক৷ বর্তমানে বাইক চালক শংকর বণিক হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন৷ পুলিশ দূর্ঘটনার একটি মামলা নিয়েছে৷ অটো চালককে আটক করা হয়েছে৷

জানা গিয়েছে, সোমবার দুপুরে ফ্লাইওভারে একটি অটোর পিছনে ধাক্কা দেয় ইকো গাড়ি৷ তাতে অটোটি ধাক্কা দেয় বাইকের পিছনে৷ বাইক থেকে ছিটকে পড়ে যান চালক শংকর বণিক৷ অটোটিও উল্টে যায়৷ দূর্ঘটনার খবর পেয়ে সেখানে পৌঁছে এডি নগর থানার পুলিশ৷ আহত বাইক চালককে উদ্ধার করে পৌঁছানো হয় হাসপাতালে৷ পুলিশ জানিয়েছে আহত শংকর বণিকের বাড়ি দক্ষিণ রামনগরে৷ এদিকে, পুলিশ জানিয়েছে বাইক চালকের অবস্থা সংকটজনক৷ তবে অটো চালক কিবা ইকো গাড়ির চালক কেউই তেমন আহত হয়নি৷ পুলিশ দূর্ঘটনার একটি মামলা নিয়েছে৷ অটোটি আটক করা হয়েছে৷

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *